সোস্যাল মিডিয়া প্লাটফর্ম Facebook অর্থাৎ Meta এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে দারুণ এক নতুন মনিটাইজেশন ফিচার সুবিধা, যার মাধ্যমে এখন শুধুমাত্র ভিডিও নয়, ছবির পোস্ট থেকেও উপার্জন করা যায় প্রচুর টাকা। এদিকে এই আপডেট সোশ্যাল মিডিয়া জগতে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। যাঁরা এতদিন শুধু ভিডিও বানিয়ে ইনকাম করতেন, এবার তাঁদের পাশাপাশি ছবিভিত্তিক ক্রিয়েটরদেরও উন্মুক্ত হলো একটি নতুন আয়ের পথ। তাই আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি –
Meta-র নতুন পদক্ষেপ: কনটেন্টের বৈচিত্র্যে জোর
Meta কোম্পানি তাদের নতুন আপডেটের মাধ্যমে চেষ্টা করছে Facebook-এ কনটেন্টের বৈচিত্র্য আরও বাড়াতে। আগের তুলনায় এখন আরও বেশি ধরণের কনটেন্টকে আয়যোগ্য করার উদ্যোগ নিয়েছে সংস্থা। এটি একদিকে যেমন ইউজারদের নতুন কনটেন্ট উপভোগের সুযোগ করে দিবে, তেমনি ক্রিয়েটরদের জন্যও বাড়িয়ে দিচ্ছে অর্থ উপার্জনের নতুন ক্ষেত্র।
কীভাবে কাজ করবে নতুন মনিটাইজেশন ফিচার ?
Meta -র রিপোর্ট অনুযায়ী, Facebook-এ ছবি পোস্ট করার পর সেই পোস্টের পাশে বা নিচে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। এই বিজ্ঞাপন থেকে যে আয় করতে পারবেন, তার একটি নির্দিষ্ট ভাগ পাবেন সেই ছবির কনটেন্ট ক্রিয়েটররা। এটি অনেকটা Reels বা In-Stream Ads-এর মতই হয়ে থাকে, তবে এখানে ফোকাস থাকবে স্ট্যাটিক ফটো কনটেন্ট-এর উপর ভিত্তি করে।
কোন কোন পোস্টে বিজ্ঞাপন দেখানো হবে?
জানা যায়, এই ফিচার আপাতত শুধুমাত্র ফটো পোস্টের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে। এর মানে হচ্ছে – শুধুমাত্র লেখা পোস্ট বা লিঙ্ক শেয়ার করলে মনিটাইজেশন হবে না। এমন ফটো পোস্ট যেগুলির উচ্চমানের ভিজ্যুয়াল কন্টেন্ট থাকে এবং Facebook-এর Engagement পেয়ে থাকে, সেগুলিতেই এই ফিচার কাজ করবে।
কারা যোগ্য হবেন এই ফিচারের জন্য?
Meta স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই ফিচার ব্যবহার করতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। যেমন:
- একটি সক্রিয় Facebook Page থাকা চাই
- কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে
- কনটেন্টে নিয়মিত এনগেজমেন্ট (Like, Share, Comment) থাকা দরকার
- Facebook-এর Community Standards মানতে হবে
কে কেমনভাবে উপকৃত হবেন?
এই ফিচার সবচেয়ে বেশি উপকারে আসবে:
- ফটোগ্রাফারদের জন্য বেশি উপযোগী
- গ্রাফিক ডিজাইনারদের জন্য
- ডিজিটাল আর্টিস্টদের জন্য
- লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারদের জন্য
- ফ্যাশন ও ট্র্যাভেল ব্লগারদের জন্য
- অথবা যারা প্রতিনিয়ত ছবি পোস্ট করে থাকে
এতদিন যাঁরা ভিডিও বানাতে পারতেন না বা তেমন অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য এই ফিচার এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
নতুনদের জন্য Facebook এখন আরও বেশি ইনক্লুসিভ
Meta- জানিয়েছে, তারা Facebook-কে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চলেছে যেখানে শুধু বড় ক্রিয়েটররাই নয়, ছোট ও মাঝারি স্তরের কনটেন্ট নির্মাতারাও সমান সুযোগ পাবেন আয় করার ক্ষেত্রে। এই নতুন ফিচারের মাধ্যমে ছোট শহর, গ্রাম বা শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেক প্রতিভাবান ছবির শিল্পী উঠে আসতে পারে, যাঁদের ভিডিও বানানোর সুযোগ বা দক্ষতা কম থাকে।
কীভাবে শুরু করবেন এই আয়?
এই নতুন ফিচার ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে আপনার Facebook Page এর যোগ্যতা নিয়ে- এরপরে:
- Creator Studio-তে গিয়ে আপনার Page-এর eligibility চেক করতে হবে
- যদি যোগ্য হয়ে থাকে, তাহলে Meta আপনাকে ফিচার চালু করার অপশন দেবে
- এরপরে ফটো পোস্ট করতে থাকুন এবং যতটা সম্ভব ভিজ্যুয়াল আকর্ষণীয় কনটেন্ট বানাতে পারেব
- কনটেন্টে engagement বাড়াতে কাজ করতে হবে– নিয়মিত পোস্ট, audience interaction ইত্যাদি
কত টাকা আয় করা সম্ভব?
তবে এই মুহূর্তে Meta স্পষ্ট করে কোনো নির্দিষ্ট রেট প্রকাশ করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, In-Stream Ads এবং Reels Bonus-এর মতই এখানে প্রতি ভিউ বা ক্লিক অনুযায়ী নিদিষ্ট পরিমাণ ডলার দেওয়া হয় অর্থাৎ, আপনার ফটো পোস্ট যত বেশি reach ও impression পেলে, তত বেশি আপনি উপার্জন করতে পারবেন।
কনটেন্ট কপি নয়, ইউনিক কনটেন্ট দিন
Meta-এর অ্যালগরিদম এখন আগের থেকেও বেশি স্মার্ট হয়েছে। অন্যের ছবি কপি করে দিলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে বা ইনকাম নাও হতে পারে। তাই নিজের তোলা ছবি, নিজস্ব ডিজাইন বা এক্সক্লুসিভ কনটেন্ট পোস্ট করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকরী উপায় হতে পারে।
Facebook-এর লক্ষ্য কী?
Meta এই ফিচারের মাধ্যমে আরও বেশি কনটেন্ট ক্রিয়েটরকে Facebook-এর সঙ্গে যুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে তারা। YouTube, Instagram-এর মত প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে Facebook চাইছে নিজস্ব Creator Economy আরও বেশি গড়ে তুলতে। সেই লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে।