Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন অনেকেই ফেসবুক থেকে আয় করতে চাইছেন যাতে কাজের সঙ্গে সঙ্গে রোজগার হয় বা অনেকেই আছেন যারা ফেসবুক আয়ের রাস্তা খুঁজে নিয়েছেন নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল মাধ্যম একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, যেখানে আপনি সময় ব্যবহার করে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। বিশেষ করে করোনার সময় থেকে সোশ্যাল সাইটে বিভিন্ন ভিডিও, ব্লগ বানিয়ে বাড়িতে বসেই অর্থ উপার্জন করার একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছিল মানুষজন।
ফেসবুক থেকে আয় করার সহজ উপায় ভারতে
সেই সময় থেকে বর্তমানে দাড়িয়ে বেশিরভাগ মানুষ চাকরি বা ব্যবসার পাশাপাশি অনলাইন সাইট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পেয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ফেসবুক একটি জনপ্রিয় অ্যাপ। বেশিরভাগ মানুষই ফেসবুকেই বেশিরভাগ সময়টা কাটায়। ফেসবুক শুধুমাত্রই মন খুশি করার একটি প্ল্যাটফর্ম নয়, এটি বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
কীভাবে ফেসবুক থেকে আয় করবেন পুরো গাইড বাংলায়
অনেকেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেন না ফেসবুক মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করবেন? আজকের প্রতিবেদনে খুব সহজ করে ফেসবুক থেকে কোন কোন পদ্ধতিতে অর্থ উপার্জন করা সম্ভব, সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। ফেসবুকে একাধিক ভাবে টাকা আয় করা সম্ভব। আসুন এর মধ্যে সেরা ৬ টি টাকা উপার্জনের বিকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো
ফেসবুক দিয়ে ইনকাম করার নতুন উপায়
১) আপনি যদি একজন কনটেন্ট নির্মাতা হন, তাহলে কোনও ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করা এবং তাদের জিনিসে প্রচার করা যদি আপনি আপনার বানানো কনটেন্ট এর মাধ্যমে করেন, তাহলে যে ব্র্যান্ডের হয়ে কাজ করছেন সেখান থেকেও আপনি টাকা আয় করতে পারেন। ফেসবুক দিয়ে ইনকাম করার জন্য আরও কিছু দরকারি নিয়ম সকলকে পালন করতে হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
২) ফেসবুক থেকে টাকা আয় করার অপর একটি ভালো মাধ্যম হল ফেসবুকের অফিসিয়াল ব্র্যান্ড কোলাবরেশন প্রোগ্রামে যোগ দেওয়া। তবে অফিসিয়াল পার্টনারশিপ প্রোগ্রামের জন্য যোগ্য হতে গেলে আপনার ফেসবুক পেজে কমপক্ষে 1,000 ফলোয়ার লাগবে। ফেসবুকের লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োর সময় দেখানো বিজ্ঞাপন গুলির থেকেও টাকা আয় করা সম্ভব। আপনি যে ভিডিও গুলো দেবেন, সেই গুলোতে 60 দিনে প্রায় 6,00,000 মিনিটের ভিউ টাইম হলেই টাকা পাবেন।
ফেসবুক থেকে আয় করব কিভাবে?
৩) একটি ফেসবুক গ্রুপ বা পেজ তৈরি করে আপনি আপনার পছন্দসই কন্টেন্ট লিখতে পারেন, কোনো পরিষেবার প্রচার করতে পারেন, কোনো জিনিস বিক্রি করতে পারেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও অর্থ উপার্জন করতে পারেন। আপনার প্রয়োজন নেই এমন জিনিস ফেসবুক মার্কেটপ্লেস বিক্রি করেও টাকা আয় করতে পারেন। আপনি আসবাবপত্র, গয়না এবং ইলেকট্রনিক্স সহ যে কোনও জিনিস এখানে বিক্রি করতে পারবেন।
৪) ফেসবুকের একটি বিশেষ অপশান রয়েছে, যাকে ইভেন্ট বলা হয়। এর মাধ্যমেও আপনি টাকা আয় করতে পারেন। আপনি ফেসবুক লাইভেও একটি ইভেন্ট হোস্ট করতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো হন, তাহলে অনলাইন ব্র্যান্ড গুলি আপনাকে একজন ফ্রিল্যান্সার বা কর্মচারী হিসাবে নিয়োগ করতে ইচ্ছুক হতে পারে।
ফেসবুক থেকে আয় ২০২৫
উপরে বর্ণিত এই ছয়টি পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই ফেসবুক থেকে আয় করতে পারবেন। দিনের যে সময়টাই আপনি ফেসবুক ব্যবহার করছেন সেই সময়টা শুধুমাত্র ফেসবুককে বিনোদনের মাধ্যমে হিসেবে না দেখে আপনি যদি কাজের ক্ষেত্রে হিসেবে দেখেন এবং সঠিক মত পরিকল্পনা মাফিক একনিষ্ঠভাবে কাজ করলে ফেসবুক থেকেও মোটা টাকা উপার্জন করা সম্ভব।
আরও পড়ুন:- দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে
আরও পড়ুন:- অষ্টম শ্রেণী পাশে রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন