Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফোনে দ্রুত চার্জ শেষ হচ্ছে ? আমাদের প্রতিদিনের ৮০ শতাংশ সময় কাটে স্মার্টফোনের সঙ্গে। নতুন ফোনের ব্যাটারিতে অনেক সময় প্রয়োজনীয় চার্জ থাকছে না। এতে ব্যাটারির ক্ষতি হয়। দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া মানে ফোনের ওপর অতিরিক্ত চাপ পড়া।
তবে কিছু টিপস রয়েছে যা আপনার ফোনের চার্জ বাঁচাবে —–
১. কোম্পানির আসল চার্জার দিয়ে চার্জ দিন। বাজার চলতি নকল চার্জারে ফোনের ক্ষতি হয়।
২. পারলে যতটা সম্ভব ফোনকে ডার্ক মোডে রাখুন। এতে ব্যাটারি কম খরচ হবে।
৩. নিয়মিত কম করে রাখুন ফোনের ব্রাইটনেস। এতে ব্যাটারির আয়ু বাড়বে।
৪. ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন গুলো বন্ধ করে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই অ্যাপ্লিকেশন গুলো খোলা থাকলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়।
৫. এছাড়াও ব্যাটারি বাঁচাতে ফোনের লোকেশন বন্ধ করে রাখতে পারেন।
৬. আপনার দরকার নেই এই রকম অপ্রয়োজনীয় অ্যাপ গুলিকে বিদায় করুন। এতে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি বাঁচবে। বাঁচবে ফোনের ব্যাটারিও।
আরো পড়ুন :- আসছে নতুন মিটিং অ্যাপ ! থাকবে নানা সুবিধা
মনে রাখবেন, ৯০% -৯৫% থেকে বেশি চার্জ দেওয়া যাবে না। ৯০% ব্যাটারী চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে। মাসে একবার সম্পূর্ণ ০% থেকে ১০০% ফুল চার্জ দিতে হবে। হঠাৎ করে low battery হলে তখনই মোবাইল চার্জ দেওয়ার কথা মনে পড়ে। কিন্তু তা নয় ২০% থেকেও কমলে চার্জ দিতে হবে।
কম চার্জ থাকা অবস্থায়, ভারী ভারী গেমস বা APPS মোবাইলে ব্যবহার করলে ব্যাটারি খারাপ হয়ে যায়।
Highlights
1. ফোনে দ্রুত চার্জ শেষ হচ্ছে ?
2. ভারী ভারী গেমস বা APPS মোবাইলে ব্যবহার করলে ব্যাটারি খারাপ হয়ে যায়
#Apps #ব্যাটারি