Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিনরাত ফোনে নানা ধরনের বিজ্ঞাপন আসা নিয়ে বিরক্তির শেষ থাকে না। এই ধরনের মেসেজের অধিকাংশই অপ্রয়োজনীয়। অনেকেই এই ধরনের মেসেজ আসা বন্ধ করে দিতে চান। কিন্তু বন্ধের কৌশল জানেন না বলে অসহায়ের মতো তা সহ্য করে নেন। জেনে নিন কী ভাবে তা বন্ধ করবেন।
এই ধরনের প্রোমোশনাল এসএমএস বিভিন্ন সংস্থা পাঠিয়ে থাকে। একে বলে বাল্ক এসএমএস। অর্থাৎ টেলিফোন প্রোভাইডরকে টাকা দিয়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্যর প্রচার করা। ব্যবহারকারীরা এ ধরনের এসএমএস বন্ধ করতে পারেন।
কী ভাবে? সেগুলো এ রকম: প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের বের করতে হবে ‘গুগল’কে। সেখানে ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজ়ড’ নামে একটি অপশন আসবে। সেটি অন করতে হবে। এ বার ‘ইয়োর অ্যাডভারটাইজ়িং আইডি’ নামের অপশনটি রিসেট করে নিতে হবে। রিসেট করার পরে ‘অ্যাডভারটাইজ়িং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। আশা, এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।
এ ছাড়াও ফোনের ব্রাউজ়ার থেকে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করা যায়। প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন। সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। সেখানে ঢোকার পরে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজ়েশন ইজ় অন’ থাকলে ‘অন’টাকে ‘অফ’ করে দিতে হবে। উপরে ডান পাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নীচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘কুকিজ়’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ়’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হবে।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন