ফ্রিতে আবারো দেওয়া হবে রান্নার গ্যাস! কারা কীভাবে পাবে? সরকারের ঘোষনা জানুন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

শীতের শুরুতেই বিরাট ঘোষণা করল সরকার। এবার আবারও ফিরছে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ। দিল্লিতে বস্তি এলাকায় যারা এখনও পর্যন্ত কাঠ বা কয়লায় রান্না করছেন, তাদের জন্য এবার বিরাট ঘোষণা করল রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দেশের লাখ-লাখ পরিবারকে আগেই বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। বায়ু দূষণের ভয়াবহতা এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দিল্লির সরকার নতুন করে ফ্রি এলপিজি কানেকশন দেওয়ার কথা ভেবেছে।

বায়ু দূষণে নাজেহাল দিল্লির

রেকর্ড বলছে, গত কয়েকদিন দিল্লির AQI ৩৬১ ছাড়িয়েছে। বাতাসে PM2.5 এর পরিমাণ ভয়ঙ্কর ভাবে বেড়েছে। এমনকি যানবাহনের ধোঁয়া, আতশবাজি ও পার্শ্ববর্তী রাস্তায় খড় পোড়ানো হচ্ছে, যাতে দূষণ আরও দ্রুত হারে বাড়ছে।

এমতাবস্থায় রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সিদ্ধান্ত নিয়েছেন, যে সমস্ত পরিবারের এখনও পর্যন্ত এলপিজি গ্যাস সংযোগ নেই, বিশেষ করে বস্তি এলাকায় যারা রান্নার জন্য কাঠ বা কয়লা কিংবা কেরোসিনের উপর নির্ভরশীল, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে।

২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দেশের গরিব মহিলাদের জীবন এক ধাক্কায় বদলে গিয়েছিল। এর মাধ্যমে প্রথম গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, পাইপ এবং একটি ওভেন দেওয়া হয়েছিল। আর এখন দিল্লি সরকার সেই প্রকল্পের সাহায্য নিয়ে আবারও বস্তি এলাকায় পৌঁছেছে।

কাদেরকে দেওয়া হবে ফ্রি এলপিজি কানেকশন?

সরকারের নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, দিল্লির বস্তি ও পুনর্বাসন কলোনির পরিবারগুলি, যারা এখনো পর্যন্ত কাঠ বা কয়লায় রান্না করেন, তাদেরকে এই এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত পরিবার কখনও এলপিজি সংযোগ পাননি, তাদেরকে খুঁজে বের করে এবার তালিকা তৈরি করা হবে।

সরকার স্পষ্ট জানিয়েছে, বস্তি এলাকায় কাঠ বা কয়লা শুধুমাত্র পরিবেশকে ক্ষতি করছে না, বরং ঘরের মহিলাদের স্বাস্থ্যেরও ক্ষতি করছে। কারণ, ধোঁয়ার মধ্যে প্রতিদিন রান্না করতে গিয়ে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, যন্ত্রণা, ফুসফুসের সমস্যা, এমনকি শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকিও দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ ২৫ বছর ফ্রিতে মিলবে বিদ্যুৎ! সরকারের এই দারুণ স্কিম সম্পর্কে জানেন কি?

কেন বাড়ল দিল্লিতে এত বায়ু দূষণ?

আসলে রাজধানীর উপর যেন ধোঁয়ার চাদর পড়েছে। একের পর এক কারণ রয়েছে বায়ু দূষণের। প্রথমত, যানবাহনের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। দ্বিতীয়ত, পার্শ্ববর্তী রাজ্যে আগাম খড় পোড়ানো, শীতের বাতাসের গতি কমে যাওয়া আর আতশবাজি ফাটানোর ফলে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়েছে। আর সে কারণেই এবার রাজ্য সরকারের তরফ থেকেই বিরাট ঘোষণা করা হল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন