Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফ্রি রান্নার গ্যাস (Free LPG Gas) পাবে দেশের গরিব ও মধ্যবিত্ত নাগরিকরা এমনই এক দারুণ খবর পাওয়া গেল সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে অন্যতম হলো মহিলাদের জন্য সূচনা করা পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana). দেশের যে সমস্ত মহিলারা উনুনে বা কাঠ কয়লা রান্না বান্না করতেন তাদের যাতে রান্না বান্না করতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে (Liquefied Petroleum Gas).
পিএম উজ্জ্বলা যোজনায় ফ্রি রান্নার গ্যাস সিলিন্ডার
এই প্রকল্পে সূচনা করার একটি অন্যতম কারণ হলো পরিবেশের দূষণ কমিয়ে নিয়ে পরিবেশকে দূষণ মুক্ত রাখা। এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাম গঞ্জে মহিলারা কাঠ কয়লা দিয়ে রান্না বান্না করেন তার ফলে যেভাবে পরিবেশ দূষণ হয় অন্য দিকে তাদের অনেকটাই মেহনত করে রান্না করতে হয়। দেশের প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডারে যাতে রান্না করা সম্ভব হয় তার জন্যই প্রধানমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?
পিএম উজ্জ্বলা যোজনায় ফ্রি গ্যাস
এই প্রকল্পের মাধ্যমে ইতি মধ্যেই ভারতবর্ষের কয়েক কোটি মহিলা লাভবান হয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দ্বিতীয় ভার্সন অর্থাৎ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা ২.০ নিয়ে আসা হয়েছে। এই দ্বিতীয় ভার্সন যদি এসেছে তার মাধ্যমে আরো স্বল্প মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার এবং ওভেন পেয়ে যাবেন দেশের মহিলারা। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে?
Free LPG Gas Cylinder on PMUY Scheme 2025
বর্তমান সময়ে যে হারে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি পাচ্ছে। একটি গ্যাস সিলিন্ডারের যে দাম সেটি কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারে অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার খুব স্বল্প দামে বিতরণ করা হয়। দেশের প্রত্যেকটি ঘরে যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সুযোগ থাকে সেই ব্যাপারটিকে নিশ্চিত করতেই কিন্তু সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ আবেদন যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যে সমস্ত পরিবার দারিদ্র সীমার নিচে রয়েছে, সে সমস্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য।
৩) আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর।
৪) আবেদনে ইচ্ছুক উপভোক্তা মহিলার কাছে আধার কার্ডের লিংক সহ বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
৫) আবেদনকারী মহিলা তপশিলি জাতি, উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের হয়ে থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
পিএম উজ্জ্বলা যোজনায় ফ্রি গ্যাস সুবিধা ও ডকুমেন্ট
- আবেদনকারীর আধার কার্ড।
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- রেশন কার্ড।
- বিপিএল সার্টিফিকেট।
- জাতিগত সার্টিফিকেট।
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
ফ্রি রান্নার গ্যাস পেতে অনলাইন আবেদন পদ্ধতি
আপনি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন, এজন্য আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সেখানে একটি আবেদন পত্র দেখতে পাবেন সেই আবেদন পত্রটি ভালো করে পড়ে আপনার সমস্ত ডিটেইলস দিয়ে পূরণ করুন। আপনার কাছে যে সমস্ত নথিপত্র চাওয়া হইবে সে গুলি স্ক্যান করে আপলোড করুন।
এই আবেদন পত্র কিন্তু সরকারের কাছে পৌঁছে যাবে। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি হন তাহলে আপনার আবেদন পত্র সিকার করা হয়ে যাবে। আপনি যদি অফলাইনেও আবেদন করতে ইচ্ছুক হন তাহলেও আপনার নিকটবর্তী গ্যাস সরবরাহকারী যে কোম্পানি রয়েছে, সেখানে গিয়েও আবেদন জানাতে পারেন। মুলত BPL Ration Card গ্রাহকরাই এই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস
আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি