Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেব কর্মফল দাতা। সৎ কর্মের ভালো ফল তিনি দেন। তবে শনির কৃপায় বহু রাশির ভাগ্যোদয় হয়। জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের বিশেষ স্থান রয়েছে। তাই তিনি যাঁর ওপর কৃপা করেন, তিনি লাভবান হন। আর যাঁর ওপর থেকে হাত তুলে নেন, তিনি সমস্যার মধ্যে পড়ে যান। আসন্ন সময়ে এই শনিদেবের বক্রী চাল আসতে চলেছে। তার ফলে বহু রাশির ভাগ্যোদয় হতে চলেছে।
আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির
এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, শনির আসন্ন বক্রী চালে কোন কোন রাশি কতটা লাভবান হতে পারেন। ১৭ জুন থেকে বক্রী হচ্ছেন শনি। অর্থ, সম্পত্তি, প্রেমের দিক থেকে কোন কোন রাশি লাভবান হবে, দেখে নেওয়া যাক —
১. মেষ: সাফল্য পাবেন সব কাজে। ধন সম্পত্তির সঞ্চয় বেড়ে যেতে থাকবে। নতুন সময় দারুন ভালো কাটবে। পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। পারিবারিক সমস্যা থেকে পাবেন মুক্তি। এই সময়কাল শুভ প্রমাণিত হতে পারে। কর্মক্ষেত্রে পাবেন ভরপুর সাফল্য।
২. মিথুন: কোনও কাজ যাতে আপনার ব্যাঘাত ঘটে গিয়েছে আগে, সেটি সম্পন্ন হবে। চাকরির খোঁজ যাঁরা করছেন তাঁরা পেতে পারেন সুখবর। আচমকা ধনলাভ হতে চলেছে। শুভ ফলের প্রাপ্তি হবে। এই সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে হবে ভালো।
৩. ধনু: আপনার কথায় বার্তায় আসবে মাধুর্য। আপনি প্রতিটি কাজে পাবেন সাফল্য। কর্মস্থলে আপনার প্রশংসা হবে। বাড়ি ও গাড়ির সুখ পাবেন আপনি। বুধের গোচর সবচেয়ে বেশি হবে আপনাদের। বুধের গোচর ছাত্রদের সাহায্য করবে। প্রতিযোগী পরীক্ষায় ছাত্ররা পাবেন সাহায্য। বৈবাহিক জীবন হবে সুখের।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)