কেরালার স্বাস্থ্য মন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি ,বঙ্গে করোনা যুদ্ধ সরঞ্জামেই সাফল্য লাভ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কেরালার স্বাস্থ্য মন্ত্রী শৈলজা। রাষ্ট্রপুঞ্জে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ,সেখানে হু -র প্যানেলে শৈলজা ছিলেন। সেখানে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। দেশ এবং বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তিনি । ৭ মিনিটের একটি প্রেজেন্টেশন দেন তিনি। তিনি জানান -নিপা ভাইরাস ঠেকানো থেকেই আইডিয়া নিয়ে কেরালার সরকার করোনা মোকাবিলা করেন। টেস্ট ও আইসোলেশনকে গুরুত্ব দেওয়া হয়। সেই সনে রেশন ও কমিউনিটি কিচেনের কর্মসূচি তো আছেই। হু জানায় -বিশ্ব জুড়ে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবনযাত্রা অব্যাহত রাখার কাজ করে চলেছে ,তাদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন।

 

প্রচুর সংখ্যায় কোভিদ টেস্ট এবং বাড়ি বাড়ি ভিজিট রাজ্যে ব্যাপক ভাবে বাড়ানো হয়েছে। আর তার ফলেই করোনাকে কিছুটা হলেও লাগাম দেওয়া সম্ভব হয়েছে। প্রতিদিন নতুন করোনা আক্রান্তের পাশাপাশি সুস্থ হচ্ছেও অনেক মানুষ। আর তাই বাংলায় এক্টিভ করোনা কেস নিম্নগামী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান  3 -T  ( Test -Track -Treat ) এই তিনটিতেই বাংলায় সাফল্য এসেছে।

Corona Test

স্বাস্থ্যভবন সূত্রে খবর -রাজ্যের প্রায় পোনে ৩ কোটি বাড়িতে গত কয়েক মাসে ৫/৬ বার করে স্বাস্থ্য কর্মীরা ভিজিট করেছে। তার ফলেই করোনা  উন্নতি হয়েছে। ইলি ও সারি রুগীদের দ্রুত কোভিদ  টেস্ট হয়েছে। রাজ্যজুড়ে দ্রুত করোনা হাসপাতাল গড়ে তোলা হয়েছে। ১০,০০০ -এর বেশি বেডের ব্যবস্থা করা হয়েছে।

করোনা

Highlights

১.  পশ্চিমবঙ্গে প্রতিদিন নতুন করোনা আক্রান্তের পাশাপাশি সুস্থ হচ্ছেও অনেক মানুষ।

২.  রাজ্যজুড়ে ১০,০০০ -এর বেশি বেডের ব্যবস্থা করা হয়েছে। 

৩.  রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কেরালার স্বাস্থ্য মন্ত্রী শৈলজা।

করোনা    #  পশ্চিমবঙ্গ    #  কেরালা   #  শৈলজা 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন