বঙ্গে বিজেপি আসলেই ফ্রি ! বড় ঘোষণা শুভেন্দুর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর বছরখানেক। আর এর মধ্যেই ধর গোছাতে শুরু করেছে প্রধান ২ প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। কে কী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে তা নিয়ে চলছে মাথা ঘামানোর পর্ব। তারই মধ্যে হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিজেপি ক্ষমতায় এলে হাতে – পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে বলেও এদিন ঘোষণা করেন শুভেন্দুবাবু।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যোগী আদিত্যনাথজির মতো সুশাসন – সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের – দিদিদের – বোনেদের ১ হাজার টাকা নয়, ৩ হাজার টাকা দেবে বিজেপি। ১ লাখ ২০র বাড়ি নয়, ৩ লাখের বাড়ি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি।

প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয়, প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা। তালা খুলবে বিজেপি। হাতে – পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বাংলায় গুজরাতের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু, অসমের মতো চুলের মুঠি ধরো, কাঁটাতারের ওপারে ফেলো।’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন