Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২১ সালে যে উত্থান দেখা গিয়েছিল, ২০২৬-এর নির্বাচনের আগে রাজ্য বিজেপি-র হাল বেশ শোচনীয়। ২০২১ সালের ভোটে ৭৭টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার বিরোধী দল হয়েছিল বিজেপি। ২০২৬-এর ভোটের আগে তা কমে হল ৬৫।
দলবদল ডেবিউ হল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের
সব কিছু ঠিক থাকলে আর মাত্র ১ বছর পরেই বিধানসভা ভোট। তার আগে ২০২৫ সালে বঙ্গ রাজনীতিতে প্রথম দলবদল ডেবিউ হল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী। যার নির্যাস, সোমবার রাজ্য বিজেপি শিবিরে আরও এক বিধায়ক আনঅফিসিয়ালি কমে গেল। উপনির্বাচনগুলিতে হেরে গিয়ে একাধিক আসন আগেই হাতছাড়া হয়েছে। দু’জন সংসদ নির্বাচনে লড়াই করে জিতলেও তাঁরা বিধায়ক পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য থেকে যান। পরে উপনির্বাচনে দু’টিতেই জিতে যায় তৃণমূল।
আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?
অফিসিয়ালি বিজেপি বিধায়ক, আনঅফিসিয়ালি তৃণমূল
এমনও কয়েকজন বিধায়ক আছেন, যাঁরা আবার অফিসিয়ালি বিজেপি-র, কিন্তু ঘটা করে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তার মধ্যে প্রথম নামটি হল মুকুল রায়ের। মুকুল তৃণমূল ছেড়ে বিজেপি-তে গেলেও ২০২১ সালে নির্বাচনের পর আবার তৃণমূলেই ফিরে আসেন। কিন্তু খাতায়কলমে তিনি বিজেপি বিধায়ক। এছাড়াও রয়েছেন তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, সুমন কাঞ্জিলাল ও তাপসী মণ্ডল। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, ২০২৬-এর আগে আরও কিছু বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছেন।
ধূপগুড়ি আসনটিও ধরে রাখতে পারেনি বিজেপি
ধূপগুড়ি আসনটিও ধরে রাখতে পারেনি বিজেপি। প্রয়াত বিষ্ণুপদ রায়ের আসনে উপনির্বাচনে হেরে গিয়েছে গেরুয়া শিবির। আবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পদত্যাগ করেছেন বিজেপি থেকে। লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূলের টিকিটে লড়েন। হেরে যান। পরে বিধানসভার উপনির্বাচনে ওই আসন থেকেই তৃণমূলের টিকিটে জিতে যান এখন তৃণমূলের বিধায়ক।
আরও দল ভাঙার সম্ভাবনা রয়েছে
ওদিকে মুকুটমণি অধিকারী, বিশ্বজিত্ দাসের ক্ষেত্রেও একই ছবি। লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বিজেপি বিধায়ক হিসাবে পদত্যাগ করেন। হেরে যান। পরে বিধানসভার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ আসন থেকে জিতে এখন তৃণমূল বিধায়ক। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জেতার পরে, কংগ্রেসের একজন বিধায়কের বিধানসভায় জায়গা হওয়ার সুযোগ হলেও, ভোটে জিতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দেন। বিধানসভা ভোটে এখনও একবছর বাকি। তার আগে আরও দল ভাঙার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস
আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি