Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা উপকূল দিয়ে তা স্থলভাগে ঢুকতে পারে। পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যের সব জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। তাই শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় বাড়তে পারে বৃষ্টি। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার দুই ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টিপাতের মোট পরিমাণ ১৫০ থেকে ১৭৫ মিলিমিটার হতে পারে। পাশাপাশি কলকাতাতেও হবে পর্যাপ্ত বৃষ্টি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরের পার্বত্য এলাকার পাঁচ জেলায়। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও চলবে ভারী বৃষ্টি। তবে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে।