Bangla News Dunia, Pallab : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। আবহাওয়া (Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
উত্তরবঙ্গে (North Bengal Weather Update) ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের বাকি জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়বে। এর ফলে নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং সিকিমেও ভারী বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) এদিন থেকে বৃষ্টির (Rain) পরিমাণ কমবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু’এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে উপকূলের ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়