বঙ্গোপসাগর পথ ধরে কলকাতার সাথে জুড়ে যাচ্ছে ত্রিপুরা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় বাজেটের পর এবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ নৌপথে যোগাযোগ শুরু হলে ত্রিপুরা কলকাতা, বিশাখাপত্তনম ও পারাদ্বীপ হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে দেশের অনেক উপকার হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

আরও পড়ুন : ই-শ্রম কার্ডে এবার প্রতিমাসে পাবেন 3000 টাকা ! দেখুন কিভাবে আবেদন করবেন এখানে

বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

আগরতলায় বিজেপির রাজ্য সদর দফতরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অভ্যন্তরীণ নৌপথ যোগাযোগ স্থাপনের প্রস্তুতি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে কারণ মন্ত্রক ইতিমধ্যে ত্রিপুরার গোমতী নদীর উপর জেটি নির্মাণ করেছে এবং যোগাযোগ রুটগুলি চালু হওয়ার পরে বাংলাদেশের বাইরেও সংযোগ স্থাপনের পরিকল্পনা করেছে।

আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কবে থেকে জেনে নিন

জলপথে ত্রিপুরার সঙ্গে জুড়বে কলকাতাও

জলপথ যোগাযোগের মাধ্যমে ভারত কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি কলকাতা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম ইত্যাদির সাথে যুক্ত হবে। মন্ত্রী বলেন, ‘আমরা উত্তর-পূর্বাঞ্চলে বৈশ্বিক সংযোগ দিতে চাই।’

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরা অনেক ক্ষেত্রে একটি সম্পদ সমৃদ্ধ রাজ্য এবং প্রচুর উদ্যানপালন, কৃষি, বাঁশ ভিত্তিক এবং অন্যান্য পণ্য উৎপাদন করার ক্ষমতা রাখে যা বিশ্ব বাজারের সম্ভাবনা রয়েছে এবং জলপথ সংযোগ তার সংযোগের সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে, এটি আন্তর্জাতিকভাবে একটি বিশাল বাজারের সামনে রাখবে।

আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন