বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কি হবেন ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদকাল ফুরিয়ে আসছে। সময় এসেছে পরবর্তী সাংগঠনিক প্রধান বেছে নেওয়ার। সেই দায়িত্বও দিলীপ ঘোষের কাঁধেই দিলেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা পাঠিয়ে দিয়েছেন দিলীপবাবু। তাঁদের মধ্যে থেকে একজনকে পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বেছে নেবেন শীর্ষ নেতৃত্ব।

avilo home

রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা যখন মাত্র ৩, ও সাংসদ সংখ্যা যখন ২ তখন রাজ্যে বিজেপি সভাপতির চেয়ার পেয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁরই নেতৃত্বে এ রাজ্যে ৭৭ বিধায়ক এবং ১৮ সাংসদ পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলিপের পারফর্মেন্সে খুশি ছিলেন, তা বলাই চলে। সেই কারণে গত লোকসভা ভোটের আগে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। সেই সিদ্ধান্তের সুফল মেলে বিধানসভা ভোটে।

একাধিক সময় বিস্ফোরক বিতর্কিত বয়ানের কারণে সবার শিরোনামে উঠে এলেও সঙ্ঘ ঘনিষ্ট নেতার উপর অগাধ আস্থা ছিল মোদী-শাহদের। তবে বিজেপি সূত্রে খবর, সম্ভবত রাজ্য সভাপতির পদে নতুন মুখ দেখা যেতে পারে। সেই কারণে দিলীপের উপর আস্থাশীল নেতৃত্ব তাঁকেই পরবর্তী সম্ভাব্যদের তালিকা বেছে নিতে বলেছেন। ৪ থেকে ৫ জনের নামও দিলীপ প্রস্তাব করেছেন বলে খবর।

bjp

সূত্র জানাচ্ছে, জেপি নাড্ডা বিষয়টি নিয়ে শুক্রবার দিলীপ ঘোষের কাছে জানতে চান, তাঁর পরবর্তী পছন্দ কে কে রয়েছেন? যেহেতু দিলীপ রাজ্যে বিগত ৬ বছর ধরে সংগঠনে শান দিয়ে তাকে ধারালো করে তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব চায় দিলীপই পরবর্তী সভাপতির নামের তালিকা প্রস্তাব করুন। যেখানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার , রায়গঞ্জের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আর লকেট চট্টোপাধ্যায় এই নাম গুলি রয়েছে বলে খবর সূত্রের।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন