Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আসছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মানেই বছরের শেষ আর নতুন বছরের অপেক্ষা। এই বছর বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পড়েছে শনিবার। বছরের শেষ দিনে সবাই চান এমন কিছু করতে যাতে আসন্ন নতুন বছরের শুরুটা খুবই ভাল হয়। তো সেই শেষ শনিবার বছরের শেষ দিন হওয়ায় ভক্তরা শনিদেবকে খুশি করার অভূতপূর্ব সুযোগ পেয়ে যাচ্ছেন।
আরো পড়ুন :- ধনু রাশিতে গমন করবে বুধ, জেনে নিন কোন কোন রাশি লাভবান হবে
২০২২ সালটা প্রত্যেকের জন্য কোনও না কোনও ভাবে গেছে। সেই সঙ্গে ২০২৩ সালটিও ফলপ্রসূ করার জন্য জ্যোতিষ শাস্ত্র মতে চলতি বছরের শেষ দিনে কিছু কাজের কথা বলা হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র মতে, যাতে সুখ সমৃদ্ধিতে কাটতে পারে আগামী বছরটা। ২০২৩ সালের একটি শুভ সূচনা করতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর কিছু দান করুন। জুতো সম্পর্কিত এই প্রতিকার করলে নতুন বছরের শুরুটা ভাল হবে এবং গোটা বছর বিনা সমস্যায় কাটবে।
বছরের শেষ দিন পড়ছে ৩১ ডিসেম্বর, এবার শনিবার। জ্যোতিষ অনুযায়ী শনিবার জুতো দান করা যেতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার জুতো ও চপ্পল কিনলে শনিদেব ত্রুদ্ধ হন। তবে শনিবার জুতো দান করলে ভীষণ প্রসন্ন হন শনিদেব। এমনটা করলে আগামী বছর ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। ফলে আপনি যদি এই দিন কোনো গরিব দুঃখীকে জুতো দান করতে চান তবে আগেই আপনাকে জুতো কিনে রাখতে হবে।
১. যেহেতু শনিবার জুতা ও চপ্পল দান করা বিশেষ শুভ। বছরের শেষ শনিবার শনির সাড়ে সাতি এবং ধাইয়ার মধ্য দিয়ে যাওয়া মানুষরা এই জিনিস দান করুন। শনির দোষ থেকে মুক্তি পাবেন।
২. কালো জুতো ও চপ্পল দান করা শুভ। এই দিন গরীবদের জুতো দান করুন। ফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে।
৩. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনিবার জুতো কেনা থেকে বিরত থাকা উচিত। ক্রেতার দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে এই জুতো। ফলে আগেই জুতো কিনে নিন।
আরো পড়ুন :- নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )