বছরে ৪০ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে এই 3 মিউচুয়াল ফান্ড। বিনিয়োগ করে আপনিও হবেন মালামাল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়ার কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund)-এর কথা। এখানে বিনিয়োগ করা ঝুঁকির হলেও দুর্দান্ত রিটার্ন পাওয়ার কারণে প্রচুর মানুষ আজকাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। কিন্তু কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন সেটাই অন্যতম প্রশ্ন। আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন, তাহলে সেরা তিনটি মিউচুয়াল ফান্ডের বিবরণ রইলো আজকের প্রতিবেদনে।

Mutual Fund Investment 2025

আসলে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। যার ফলে বাজার উঠলে বিনিয়োগকারীরা লাভ পান। আর পড়লে হয় লোকসান। যদিও মিউচুয়াল ফান্ড বিনিয়োগ নিয়ে বাজার বিশেষজ্ঞরা বলেন, ঝুঁকি কম লার্জক্যাপ ফান্ডে। দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী মোটামুটি লাভ পান। তবে ঝুঁকি বেশি মিডক্যাপ আর স্মলক্যাপে। তবে ঝুঁকি থাকার দরুন লাভও দ্বিগুণের বেশি মেলে।

আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন

১) নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড

প্রথমেই যে মিউচুয়াল ফান্ডটির কথা উল্লেখ করা হচ্ছে, সেটি মূলত একাধিক ক্যাটাগরির স্টকে বিনিয়োগ করে। এটি ঝুঁকি কমিয়ে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনাও বাড়ায়। বিভিন্ন বাজারের পরিস্থিতিতে এই ফান্ড ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছে। এখানে ১ বছরের জন্য রিটার্ন মিলবে ৩৯.৪ শতাংশ, ৩ বছরের রিটার্ন মিলবে ৩১.৩৭ শতাংশ। তবে এই ফান্ডে ঝুঁকির মাত্রা খুব বেশি।

২) কোয়ান্টাম স্মলক্যাপ ফান্ড

এবার আসা যাক কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে। এই ফান্ড মূলত ছোট কোম্পানির স্টকে বিনিয়োগ করে থাকে। দীর্ঘমেয়াদে ধারাবাহিক রিটার্নের হারও এই ফান্ডে চমকপ্রদ। ফান্ডের সতর্ক বিনিয়োগ কৌশল, শক্তিশালী পোর্টফোলিও রয়েছে। এই ফান্ডে ৫ বছরের জন্য বার্ষিক রিটার্ন ৩৮.২২ শতাংশ (রেগুলার প্ল্যান)। আর ৫ বছরের বার্ষিক রিটার্ন: ৩৯.৯৬ শতাংশ (ডিরেক্ট প্ল্যান)।

৩) মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড

এই ফান্ড মূলত মিডক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। এখান থেকে চড়া হারে রিটার্ন পান বিনিয়োগকারীরা। এই ফান্ডটিও বিশেষ ভাবে পরিচিত ধারাবাহিক পারফরম্যান্সের জন্য। যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এই ফান্ড হতে পারে ভাল বিকল্প। এই ফান্ড থেকে ১ বছরের রিটার্ন মিলবে ৫৮.৯৫ শতাংশ। ৩ বছরে রিটার্ন মিলবে: ৩৪.৫১ শতাংশ। আর ৫ বছরের রিটার্ন মিলবে ৩৩.৪৮ শতাংশ। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সমস্ত নথি কাগজপত্র ভালো করে পড়ে নেবেন। ব্যক্তিগত উদ্যোগে বিনিয়োগ করুন। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন