Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহিলাদের মাসিক 2500 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণার পর ফের নয়া স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ বছরে দুই দিন দিল্লিবাসীকে ফ্রি’তে রান্নার গ্যাস দেওয়ার কতা ঘোষণা করল সরকার ৷
শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে লে-আউট প্ল্যান নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেগুলি সম্পূর্ণ করতে আধিকারিকদের সুস্পষ্ট নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে রেখা গুপ্তা বলেন, “সমস্ত আধিকারিকদের কাছ থেকে বিভাগগুলির কাজের খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।” এরই সঙ্গে সরকারি তরফে জানানো হয়েছে, এবার থেকে হোলি-দীপাবলির সময় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত
খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির ইস্তেহারে হোলি ও দীপাবলির সময় দিল্লির মানুষকে বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করা হবে বলা হয়েছিল ৷ সেই মর্মে দফতরের আধিকারিকদের একটি নীলনকশা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান ৷ তিনি এও জানান, বছরে 500 টাকা দামে আরও 10টি সিলিন্ডার দেওয়া হবে ৷ মন্ত্রী সিরসা জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশির সমালোচনার জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তা জানান, কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয়ই দিল্লির জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে ৷ কোনও বাস্তব পদক্ষেপ না নিয়ে কেবল স্লোগান দিয়েছে। কিন্তু তাঁদের সরকার প্রথম দিনেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন করেছে।
রেখা গুপ্তা বলেন, “আমরা ক্ষমতায় আসার মাত্র একদিন পরে, তারা আমাদের সরকারের উপর প্রশ্ন তুলতে শুরু করেছে। আমাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছি। একই দিনে সেই পরিকল্পনা অনুমোদন করেছি যা AAP বহু বছর ধরে আটকে রেখেছিল।” একই সঙ্গে, তিনি বলেন, “এখন আমাদের সরকার 11 হাজার নতুন ইলেকট্রিক বাস আনার কথা ভাবছে ৷ বাসগুলি শিগগিরই আসা শুরু করবে।”
আরও পড়ুন:- AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা? দেখে নিন এক ক্লিকে