Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বর্তমানে পরিবেশ দূষণের জন্য বাড়ছে বজ্র পাতের প্রবণতা। ফলে আরও বেশি সতর্ক হোন।আবহাওয়াবিদরা বলেছেন, বিশ্ব উষ্ণায়ন আর দিন দিন জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের পরিমাণও বেড়েছে। তারাই বাতলে দিলেন বজ্রপাতের সময় কি কি করণীয়। কিছুদিন আগেই রাজ্যে বজ্রপাতে ২৭ জন মারা গেছেন।
বজ্রপাত সম্পর্কে সচেতন হলে এর থেকে মৃত্যু এড়ানো সম্ভব। মৃত্যু এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
কি কি করণীয় দেখুন ———-
১. ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় থাকা যাবে না। নিচু স্থানে থাকা ভালো।
২. উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এসব জায়গার কাছাকাছি থাকবেন না। বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।
৩. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।
৪. বজ্রপাত ও খুব ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ড লাইন বা টেলিফোনও স্পর্শ করবেন না। সংস্পর্শ এসে অনেকে আহত হন।
৫. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন।
৬. বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন।
৭. বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব নিরাপদ অবস্থানে ফেরার চেষ্টা করুন। গাড়ির কাঁচে হাত দেয়া বিপৎজনক হতে পারে।
৮. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপৎজনক। যদি একান্ত বেরোতেই হয়, তবে পা ঢাকা জুতো পরে বের হন। রাবারের গামবুট সব চেয়ে ভালো কাজ করবে।
৯. বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন। কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
১০. মোবাইল ফোন সুইচ অফ রাখুন।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “