Bangla News Dunia, Pallab : ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে প্রায় বিদায় নিয়েছে শীত। দেখা দিয়েছে কড়া রোদের। দরজায় কড়া নাড়ছে গরম। কিন্তু এর মাঝেই এবার জোড়া ঘূর্ণাবর্ত এর সম্ভাবনা দেখা গেল। আলিপুর আবহাওয়া দফতর এর দেওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে শীতের বিদায় বেলার মাঝেই এবার সেজে গুজে বৃষ্টি দুর্যোগের আগমন হতে চলেছে।
আজ থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সেই কারণেই বৃষ্টির এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। আজ থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলা গুলিতেও। সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন : ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, এগিয়ে ‘জায়ান্ট কিলার’
জানা গিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। এ ছাড়াও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন : উচ্চশিক্ষার জন্য টাকার চিন্তা ? SBI আনল ১০০% ফাইন্যান্সড শিক্ষাঋণ, জানুন আবেদন প্রক্রিয়া
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না।