বঞ্চিত ‘যোগ্য’দের নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি রাহুলের, কী লিখলেন বিরোধী দলনেতা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রেখে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment Case) প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই পরিস্থিতিতে বঞ্চিত ‘যোগ্য’দের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে (Droupadi Murmu) চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন রাহুল গান্ধি। তিনি লেখেন, ‘আদালতের নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন। এনিয়ে আমি রাষ্ট্রপতির সদয় হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখছি।’

কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল জানান, শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় ‘অযোগ্য’দের পাশাপাশি ‘যোগ্য’রাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া ‘অযোগ্য’দের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে ‘যোগ্য’দের সঙ্গে।

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল এও জানান, ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে। এভাবে কাজ হারানোয় মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষকরাও।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন