বড় আপডে! নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ করতে হবে রেশন কার্ডধারীদের, নাহলে রেশন কার্ড বাতিল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে দেশের প্রতিটি রাজ্যে ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) পাওয়া রেশন কার্ডধারীদের জন্য বড় আপডেট ঘোষণা করেছে সরকার। এখন থেকে বিনামূল্যে রেশন সামগ্রী পেতে হলে অবশ্যই করতে হবে ই কেওয়াইসি (e-KYC). নাহলে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড এবং আপনি বঞ্চিত হতে পারেন সরকারি রেশন সুবিধা থেকে।

ফ্রি রেশন সামগ্রী পেতে কেন ই-কেওয়াইসি বাধ্যতামূলক?

বহু বছর ধরে বিভিন্ন রাজ্যে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে অযোগ্য মানুষরা সরকারি সুবিধা নিচ্ছেন, প্রকৃত দরিদ্র ও প্রাপ্য নাগরিকরা এই অনিয়মের কারণে রেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই কারণেই কেন্দ্র সরকার আধার লিঙ্কড ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে, ই-কেওয়াইসি করার মাধ্যমে রেশন কার্ডধারীর সঠিক পরিচয় নিশ্চিত করা যাবে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই ফ্রি রেশনের সুবিধা পাবেন।

ই-কেওয়াইসি না করলে কী হবে?

যদি কোনও রেশন কার্ডধারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি না করেন, তাহলে – রেশন কার্ড বাতিল হতে পারে, বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যেতে পারে, খাদ্য দপ্তরের সিস্টেম থেকে নাম মুছে যেতে পারে, তাই সময় থাকতে থাকতে এই কাজ করে নেওয়া উচিত সকলের।

কীভাবে করবেন ই-কেওয়াইসি?

অফলাইনে ই-কেওয়াইসি করতে হলে নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে, সঙ্গে রাখতে হবে রেশন কার্ড ও আধার কার্ডের ফটো কপি, বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, দোকানদার বা কর্মচারীর সাহায্য নেওয়া যেতে পারে। অনলাইনে ই-কেওয়াইসি – খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, রেশন ও আধার নম্বর দিয়ে লগইন করতে হবে, রেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

সময়সীমার আগে সম্পন্ন করুন কাজটি

সরকার ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করার একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে। সেই সময়ের মধ্যে যদি আপনি এই কাজটি না করেন, তবে পরবর্তীতে আর রেশন তোলা সম্ভব হবে না। শুধুমাত্র ই-কেওয়াসি সম্পন্ন করা কার্ডধারীরাই পাবেন ফ্রি রেশন সামগ্রী পাওয়ার সুবিধা, রেশন কার্ড ও আধার কার্ড এক সঙ্গে লিঙ্ক করতে হবে, নির্ধারিত সময় সীমা পেরিয়ে গেলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে।

উপসংহার

সরকারি রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই আপনি যদি নিয়মিত রেশন তোলেন এবং এখনো ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে আর দেরি নয়। সময় থাকতে ই-কেওয়াইসি সম্পন্ন করে নিন ও নিশ্চিত করুন আপনার সরকারি সুবিধা।

আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা

আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন