বড় খবর! আজ ঢুকতে পারে পিএম কিষান যোজনার টাকা। জানুন কিভাবে ৬০০০ টাকা পাওয়া যাবে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় খবর। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে। দেশের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোর জন্য আর্থিক অনুদানের মাধ্যমে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, সেই দিকেই লক্ষ্য রাখার জন্যই প্রকল্প গুলোর সঙ্গে কৃষক বন্ধুদের (Indian Farmers) জন্যও দারুণ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Kisan Yojana 19th Installment Update

কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana). এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক অনুদান দেওয়া হয়, যার ফলে কৃষকদের অর্থনৈতিক সহায়তা হয়। আমাদের দেশের এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ কৃষিজীবীর উপর নির্ভরশীল। কৃষিকাজ হলো তাদের প্রধান জীবিকা নির্বাহের প্রধান স্তম্ভ।

PM Kisan Yojana 19 তম কিস্তির টাকা পেতে কী কী করতে হবে?

বর্তমান সময়ে বিভিন্ন জিনিসের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তার ফলে কৃষি কাজে ব্যবহৃত সার, কীটনাশক ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার করা হয় সেই গুলোর জন্য কৃষকদের খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই খরচ এতটাই ব্যয় সাপেক্ষ যে চাষবাসের পরে কৃষকদের নিজেদের জন্য অর্থ অনেকটাই কম হয়ে যায়। এই জন্য কেন্দ্রীয় সরকার কৃষকদের চাষাবাসের সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

আরও পড়ুন:- সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন

PM Kisan Yojana 19 তম কিস্তির টাকা কবে আসবে?

প্রধানমন্ত্রী ২০১৯ সালে এই প্রকল্পটি সূচনা করেন, যার নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে। ২০০০ টাকা করে তিনবার এই কিস্তি দেওয়া হয়। ২০২৪ সালের ৫ ই অক্টোবরে কৃষকদের জন্য ১৮ তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। কৃষকরা এবার অপেক্ষা করছেন ১৯ তম কিস্তির টাকা পাওয়ার জন্য।

PM কিষাণ সম্মান নিধি

জানা গিয়েছে, ১৯ তম কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারি থেকে দিয়ে দেওয়া শুরু হয়েছে। ১৯ তম কিস্তিতে মোট ২২ হাজার কোটি টাকা খরচ হয়েছে কেন্দ্রীয় সরকারের। সাধারণত প্রত্যেক চার মাস অন্তর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা প্রদান করা হয় কৃষকদের ব্যাংক একাউন্টে। একটা কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল জুলাই মাসে, দ্বিতীয়টা আগস্ট নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর মার্চে ৷

পিএম কিষান যোজনা টাকা ঢুকবে

যেহেতু ১৮ তম কিস্তির টাকা অক্টোবরে দেওয়া হয়েছে, তাই চার মাস গ্যাপ দিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ ১৯ তম কিস্তির টাকা পাওয়ার কথা কৃষকদের। কৃষকদের ব্যাংক একাউন্টের টাকা ঢোকার আগে সবচেয়ে যেটা করে রাখা জরুরী, সেটি হল ই কেওয়াইসি সম্পূর্ণ করা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত থাকলেও কৃষকরা ব্যাংক একাউন্টে টাকা পাবে না যদি না ই কেওয়াইসি জমা না দেয়।

PM Kisan e-KYC Online Process

সিএসসি অর্থাৎ কম্পিউটার সামগ্রী ও সেবা কেন্দ্র বা এনআইসি বা ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার থেকে আপনি খুব সহজেই কেওয়াইসি করতে পারবেন। আপনার নিজস্ব ব্যাংক একাউন্ট এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন।প্রথমত, দেখে নেওয়া দরকার আপনার আধার কার্ড যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বার সক্রিয় আছে কিনা।

এরপর আপনাকে আধার ওটিপি ব্যবহার করতে হবে, আপনি যদি আধার ওটিপি ব্যবহার করতে না পারেন, তাহলে ‘বায়োমেট্রিক যাচাইকরণ’ অপশন নির্বাচন করতে পারেন। আপনি অনলাইনে e-KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারলে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে এই কাজটি করতে পারেন। কেওয়াইসি সম্পূর্ণ করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, সেটা স্ট্যাটাস চেক করে জেনে নেবেন।

পিএম কিষান যোজনা স্ট্যাটাস চেক অনলাইন করার পদ্ধতি

১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্ব প্রথম এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘সুবিধাভোগী তালিকা‘ নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে রাজ্য, জেলা, তহসিল, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে ‘Get Details‘ অপশন নির্বাচন করুন।
৩) গেট ডিটেলসে আপনি বুঝতে পারবেন আপনার টাকা ব্যাংকে ঢুকেছে কিনা।

এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ১৯ তম কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারী থেকে ব্যাংক একাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে, তাই কেওয়াইসি সম্পূর্ণ করে স্ট্যাটাস চেক করে নিন উপরে বর্ণিত পদ্ধতিতে। আর যারা এই কাজ করেননি তাদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে, সেই জন্য সকলের উচিত এই কাজ তাড়াতাড়ি করে নেওয়া।

আরও পড়ুন:- মাত্র 5000 টাকায় শুরু করুন এই ব্যবসা। কম বিনিয়োগে বেশি লাভ, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সিনিয়র থেকে জুনিয়র, সব ডাক্তারের অনেক টাকা মাইনে বাড়ছে, বড় ঘোষণা মমতার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন