Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিয়ালদা ডিভিশনে ১২ কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। যদিও এনিয়ে পুরুষ নিত্যযাত্রীদের একাংশ আপত্তি জানিয়েছেন। কয়েকদিন পর পর কয়েকটি স্টেশনে প্রতিবাদে রেল অবরোধ করা হয়। যদিও এই সিদ্ধান্ত থেকে কোনও ভাবেই সরে আসা হবে না বলেই জানিয়ে দিয়েছে রেল। এখন মাতৃভূমি লোকালের কয়েকটি কামরায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা বিভাগ সম্প্রতি মাতৃভূমি লোকাল ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, মহিলা স্পেশাল ট্রেনগুলিতে সব আসন পূর্ণ হচ্ছে না। মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের কোনও সমস্যা হবে না। তাই এই লেডিস স্পেশ্যাল ট্রেনগুলির কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কোন কোন নির্দিষ্ট কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।
আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন
কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল। এখন আরও একটি জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল। যদিও তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে নিত্যযাত্রীদের একাংশের মধ্যে। তাঁদের দাবি, সাধারণ লোকাল ট্রেনে মহিলা কামরা বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়ছেন। বিশেষত পুরুষ যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ব্যস্ত সময়ে সব কামরাতে ভিড় থাকে। কিন্তু মহিলা কামরা বেড়ে যাওয়ায় সাধারণ কামরার ভিড় আরও বেড়েছে।
রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকটি স্টেশনে রেল অবরোধও করা হয়েছিল। বুধবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসতে অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। অবরোধের জেরে লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে ব্যাহত হয় পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ফলে সমস্যায় পড়েন অনেকেই। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?