Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় ক্রিকেটে বড় খবর। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপকে সরিয়ে দিল বিসিসিআই। এছাড়াও সরানো হয়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে। দলের ম্যাসাজারকেও বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও তাঁর নাম জানা যায়নি। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিল বলে সূত্রের খবর। বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৩-১ ব্যবধানে হেরে যায়।
এরপরেই একের পর এক খবর ফাঁস হতে থাকে। সিরিজ হার খেলারই অংশ হলেও ড্রেসিং রুমের খবর ফাঁস হয়ে যাওয়া অবাক করার মতো ছিল। এমন খবর প্রকাশিত হয়েছিল যে একজন খেলোয়াড় দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হতে চেয়েছিলেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয় যে হেড কোচ গৌতম গম্ভীর খবর ফাঁস হওয়ার জন্য সরফরাজ খানকে দায়ী করেছেন।
আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন
সহকারি কোচ রায়ান টেন ডয়েশচেট টি দিলীপের স্থলাভিষিক্ত হিসেবে সাময়িকভাবে ফিল্ডিং কোচের দায়িত্ব নেবেন। যদিও নায়ার বা দিলীপের জন্য এখনও সরাসরি কোনও বিকল্পের নাম ঘোষণা করা হয়নি। সাউথ আফ্রিকান ট্রেনার অ্যাড্রিয়ান লে রক্স স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব নেবেন।
২০ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতী দল। সেই সিরিজ থেকেই নতুন সাপোর্ট স্টাফরা ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত