বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শীঘ্রই অনেকটা কমতে পারে রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার তেল সংস্থাগুলিকে ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়ার প্যাকেজ  ঘোষণা করতে চলেছে। শুক্রবার, দুপুর ১টা নাগাদ এই মর্মে একটি বৈঠক বসার কথা রয়েছে।

বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির কারণে সম্প্রতি তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাস বিক্রির ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছে, তার জন্য আর্থিক সাহাযার্থেই এই পদক্ষেপ কেন্দ্রের। এই ভর্তুকি ঘোষণা হলে গ্রাহকদের জন্য LPG সিলিন্ডারের দাম স্থিতিশীল হবে বলেই আশা করা হচ্ছে। বিশ্ব বাজারে জ্বালানির অস্থিরতার মাঝে যা কিছুটা হলেও স্বস্তি দেবে এ দেশের মধ্যবিত্ত নাগরিককে। তেল বিপণন সংস্থারগুলিকে এই আর্থিক সহায়তার কারণে LPG সিলিন্ডার সাশ্রয়ে পাবে লক্ষ লক্ষ ভারতীয় পরিবার।

তবে এই ভর্তুকি ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি কেন্দ্রের তরফে। তবে একথা নিশ্চিত, ক্যাবিনেট খুব শীঘ্রই এতে অনুমোদন দিতে চলেছে। আর অনুমোদন মিললেই এই আর্থিক ভর্তুকির প্যাকেজ সাম্প্রতিক সময়ে তেল সংস্থাগুলির জন্য বড় পদক্ষেপ হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রায় প্রতি মাসের শুরুতেই রদবদল হয়ে থাকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ১ অগাস্ট থেকে LPG সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করা হয়েছে । ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা বা তার বেশি কমে গিয়েছে। গত ১ অগাস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।

১ আগাস্ট থেকে, প্রধান মেট্রো শহরগুলিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ৩৩.৫ টাকা থেকে ৩৪.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতা এবং চেন্নাইতে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, চেন্নাইতে ১৯ কেজি LPG এখন প্রতি সিলিন্ডারের দাম ১৮০০ টাকার নিচে, অন্যদিকে দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম ১৬৫০ টাকার নিচে। এছাড়াও, মুম্বইতে এই LPG সিলিন্ডারের দাম কমে হয়েছে দাম ১৬০০ টাকার নিচে।

কলকাতায় এখন বাণিজ্যিক সিলিন্ডার ১৭৩৪ টাকায় পাওয়া যাচ্ছে, যা আগে ১৭৬৯ টাকা ছিল। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছে । গার্হস্থ্য গ্রাহকদের জন্য সিলিন্ডার এখনও ৮৭৯ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:- এই কার্ড থাকলে প্রতিমাসে 3000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদনের নিয়ম জেনে নিন

আরও পড়ুন:- প্রাথমিক ৩২০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট। চাকরির ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন