Bangla News Dunia, দীনেশ :- ‘বড় শহরগুলিতে যৌন নির্যাতনের ঘটনা আকছাড় ঘটে’, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। সম্প্রতি বেঙ্গালুরুতে এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ঘটনায় রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এনিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর বলেন, ‘এরকম ঘটনা বড় শহরে আকছাড় ঘটে থাকে। আইন আনুযায়ী যা যা পদক্ষেপ করা দরকার, তা করা হবে। রাতের শহরে পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন
এর আগে জানুয়ারিতে বেঙ্গালুরুতে একটি গণধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মন্তব্য ছিল, ‘বিজেপি আমলে কি ধর্ষণ হত না?’ এনিয়ে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাজ্যের বিজেপি নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন সরকার ধর্ষণ, যৌন নির্যাতনের মতো ঘটনাগুলিকে ছোট করে দেখাতে চাইছে।
আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?