বদলাল স্বাধীনতার আগের নিয়ম, অসমের বিধানসভায় আর মিলবে না নামাজের বিরতি !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশ স্বাধীনের আগে ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে অসম বিধানসভায় মুসলিম লিগের তরফে এই বিষয়ে এক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। মুসলিম লিগের নেতা সৈয়দ সাদুলার তরফ থেকে বলা হয়েছিল যে, রাজ্যের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার করে অর্থাৎ জুম্মার দিন ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নমাজ বিরতি দেওয়া হবে। তখন থেকেই চলে আসছিল এই নিয়ম। কিন্তু এবার সেই নয় দশকের প্রথা ভাঙতে চলেছে হিমন্ত বিশ্বশর্মা। নমাজ বিরতির প্রথাকে তোষণের নিদর্শন বলে দাগিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

অধিবেশনে জুম্মার নমাজ পাঠ নিয়ে বড় সিদ্ধান্ত

অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে সেই বিধি এখনও কার্যকর না হলেও আইনে খানিক বদল এনে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। এছাড়াও হিন্দু-মুসলিম নির্বিশেষে বাল্য বিবাহ রোখার পাশাপাশি মুসলিম বিবাহ রেজিস্ট্রশন বাধ্যতামূলক করছেন হিমন্ত। আর এবার মুসলিমদের বিধানসভায় নমাজ বিরতি নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার বিধানসভায় অসমের বিধানসভার অধিবেশনে জুম্মার নমাজ পাঠের প্রচলিত দু’ঘণ্টার বিরতি তুলে দেওয়া হল।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

কৃতজ্ঞতা জানালেন হিমন্ত বিশ্বশর্মা

জুম্মার নমাজের দু’ঘণ্টার অধিবেশন বিরতির রীতি পুনর্বিবেচনার জন্য গত এপ্রিলে অসম বিধানসভার স্পিকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন৷ কমিটিতে বিভিন্ন দলের বিধায়কেরা ছিলেন। কয়েক দফা বৈঠকে বেশীরভাগই ওই প্রথাকে তুলে দিতে সম্মত হয়েছিলেন বলে হিমন্ত সরকারের দাবি। তাই এবার সেই রিপোর্টের ভিত্তিতে গতকাল অর্থাৎ শুক্রবার বাজেট অধিবেশন পর্ব থেকেই উঠে গেল জুম্মার নমাজে দু’ঘণ্টা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন