বদলে যাচ্ছে UPI-তে টাকা লেনদেনের নিয়ম! এবার টাকা পাঠাবেন কিভাবে? নিয়ম না জানলে বিপদে পড়বেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। আর ফোন মানেই ইউপিআই (UPI)। অনলাইনে পেমেন্ট ও লেনদেনের চাহিদা বাড়ছে দিনকে দিন। বর্তমানে আট থেকে আশি সবাই অনলাইনে লেনদেন জানেন। তবে মাঝেমধ্যেই লেনদেন সংক্রান্ত নতুন নিয়ম জারি হয়। আর এবার তেমনই হল। কিন্তু নতুন করে কি নিয়ম জারি হল? আসুন আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে জেনে নেওয়া যাক।

UPI New Rule 2025

ইউপিআই-এর নতুন নিয়ম কি বলছে? প্রত্যেক গ্রাহকের এই বিষয়ে জানা দরকার। এই বিষয়ে সম্প্রতি NPCI-এর একটি সূত্র বলছে, নতুন এই নিয়ম চালু হচ্ছে চার্জব্যাক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। আর স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ ও প্রত্যাখ্যানের ক্ষেত্রে। জানা যাচ্ছে, এই নতুন নিয়ম চালু হয়ে যাবে চলতি সপ্তাহ থেকেই। ইউপিআই গ্রাহকরা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন আপডেট পেয়ে যাবেন।

আপনারা যারা অনলাইনে লেনদেন করেন নতুন নিয়মের অধীনে আপনারা মূলত চার্জব্যাকের স্বীকৃতি ও প্রত্যাখ্যান অটোমেটিকভাবে হবে। কিন্তু কথা হল এই প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে? প্রক্রিয়া পরিচালিত হবে ট্রানজাকশন ক্রেডিট কনফার্মেশন ও রিটার্নের ওপর ভিত্তি করে।

UPI-এর নতুন নিয়ম কিভাবে কার্যকর হচ্ছে?

গ্রাহকদের আরও মনে রাখা দরকার যে, NPCI-র নতুন নিয়ম মেনে আপনারা পাবেন চার্জব্যাকের স্বীকৃতি ও প্রত্যাখ্যান আর তাও হবে স্বয়ংক্রিয় ভাবে। যেহেতু এই প্রক্রিয়া সংঘঠিত হবে মূলত ট্রানজাকশন ক্রেডিট কনফার্মেশন ও রিটার্ন দ্বারা আর এই গোটা তথ্য তুলে ধরা হবে রিটার্নের ওপর ভিত্তি করে। শুধু তাই নয়, তারপর সেই সাথে সুবিধাভোগী ব্যাঙ্কগুলির টিসিসি ও রিটার্ন নিয়েও প্রয়োজনীয় ও নতুন পদক্ষেপ ঠিক করে দেওয়া হবেন।

এই প্রসঙ্গে NPCI-এর নতুন নিয়ম বলছে, যে যে ব্যাঙ্ককে সুবিধা দেওয়া হবে সেটি কাজ করবে মূলত চার্জব্যাকের গোটা প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ এবং প্রত্যাখ্যান করার। তবে এই প্রক্রিয়া যেহেতু চলবে অটোমেটিকভাবেই, তাই সেক্ষেত্রে আলাদাভাবে ব্যাঙ্ক গুলির ওপর আপনাকে আর ভরসা করে থাকতে হবে না। ইতিমধ্যে রিপোর্ট বলছে, UPI-এর লেনদেনের ক্ষেত্রে এবার থেকে প্রত্যেক গ্রাহক উপকৃত হবেন আর বিশেষ করে সুবিধা পাবেন। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে তৎপর হয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ৭০ হাজার স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্মার্টফোন দেবে রাজ্য সরকার। কবে থেকে পাবেন?

আরও পড়ুন:- ATM-এ টাকা তুলতে গিয়ে ‘সর্বস্ব’ খোয়ালেন একাধিক গ্রাহক, কিভাবে ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন