বনশালিকে নিয়ে রিসার্চ করবে আগামী প্রজন্ম, পরিচালকের জন্মদিনে ‘হীরামাণ্ডি’র গায়িকা আর কি বললেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুরুটা 1996 সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ দিয়ে । এরপর একে একে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘সাওয়ারিয়া’, ‘গুজারিশ’, ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ থেকে 2022-এ ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ – যত দিন গিয়েছে, ততই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে হয়ে উঠেছে বনশালিময় । এখানেই শেষ নয়, ‘বনশালি মিউজিক’ নামে নিজের মিউজিক লেভেল বানিয়েছেন তিনি । 2024-এ বানিয়েছেন জীবনের প্রথম ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’। এহেন সঞ্জয় লীলা বনশালির গতকাল ছিল 62তম জন্মদিন ।

তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর প্রথম ওয়েব সিরিজের গায়িকা, বঙ্গতনয়া বর্ণালী চট্টোপাধ্যায় । পদ্মশ্রী সঞ্জয় লীলা বনশালির জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধা জানিয়ে বর্ণালী চট্টোপাধ্যায় বলেন, “আজ ভোর সাড়ে 5টার সময় সঞ্জয় জি’কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালাম । আমাকেও কী আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানালেন । এই দিনে উনি খুব সাইলেন্ট থাকেন । কোনও আতিশয্য নেই । কারওকে নিজে থেকে নিমন্ত্রণ করেন না । ওঁর কাছেই সবাই ছুটে যান শুভেচ্ছা জানাতে । ভীষণ সুন্দর ব্যবহার আর ভীষণ ওয়েলকামিং একজন মানুষ ।”

বর্ণালী আরও বলেন, “উনি নিজেই নিজের তুলনা । জীবন্ত কিংবদন্তি সঞ্জয় লীলা বনশালি । তাই ওঁকে নিয়ে যা বলব তাই কম পড়বে । উনি চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার হিসেবে কী বা কেমন তা তো সবাই জানে । আমি ওঁকে কম্পোজার হিসেবে খুব কাছ থেকে দেখলাম এবং চিনলাম । একজন সত্যিকারের শিক্ষক উনি । জ্ঞানের ভাণ্ডার রয়েছে মানুষটার মধ্যে । যে কম্পোজিশনগুলো করেন তা করতে বেশি সময়ও লাগে না । উনি নিজে ঠিক কী চাইছেন তা নিজের কাছে খুব পরিষ্কার । খুব গান শোনেন । লতাজি এবং মহম্মদ রফি সাহেবের গান ভীষণ শোনেন । তা ছাড়াও বড়ে মোতিবাঈ, নয়না দেবী, গিরিজা দেবী, সিদ্ধেশ্বরী বাঈ, শোভা গুর্টু, গওহরজানের গানও শোনেন নিয়মিত । ফলে, জানার পরিধিটা অনেক বড় ওঁর ।”

আরও পড়ুন:- সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন

ETV BHARAT

‘হীরামাণ্ডি’র গায়িকা বর্ণালী চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

 

বর্ণালীর কথায়, “কারওকে গান বিশ্লেষণ করার সময় এহেন সব শিল্পীদের গায়কীর রেফারেন্স দেন উনি । আমার গান উনি খোলা মনে নিয়েছিলেন । কিন্তু অনেক কিছু শিখলাম ওঁর কাছে । সমস্ত রেকর্ডিস্টের প্রতি সম্মান রেখেই বলছি, রেকর্ডিংয়ের পর কোন টেক’টা নেওয়া হবে সেটাও অনেক রেকর্ডিস্টয়ের থেকে বেশি ভালো বোঝেন সঞ্জয়জি । সিনেমা, ফ্যাশন, গান সবটা বোঝেন । অসম্ভব গুণের ভাণ্ডার রয়েছে মানুষটার মধ্যে । অনেকে বলেন, উনি মেজাজী । আমি সেভাবে ওঁকে দেখিনি কখনও । বরং গভীরতাটাই চোখে পড়েছে । আগামী প্রজন্ম সঞ্জয় লীলা বনশালিকে নিয়ে রিসার্চ করবে । রিসার্চ করার মতোই একজন মানুষ উনি ।”

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’তে একটি নয়, তিনটি গান গেয়েছেন বর্ণালী । ‘সইয়াঁ হটো যাও তুম বরে উহ হো !’, ‘ফুল গেন্দেওয়া না মারো’ এবং ‘আজাদি’ গান তিনটি শ্রোতার মনে ঝড় তুলেছে। তাঁর গানে মজেছেন রেখা থেকে আশা ভোঁসলে । তাঁকে আশীর্বাদ করেছেন আশা ভোঁসলে । বাড়িতে ডেকেছেন রেখা । এমনকী পরিচালক সঞ্জয় লীলা বনশালিও বর্ণালীর গানে মুগ্ধ । তিনি জানিয়েছেন, আগামীতেও বর্ণালীর সঙ্গে কাজ করার কথা পাকা করে রেখেছেন বনশালি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন