Bangla News Dunia, Pallab : গ্রাহকদের বিশাল সুবিধা দিচ্ছে বন্ধন ব্যাংক (Bandhan Bank). ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ব্যাংকের মধ্যে পড়ে এই ব্যাংকের নাম। লাখ লাখ গ্রাহক বন্ধন ব্যাংকে একাউন্ট খুলেছেন। আর গ্রাহকদের সুবিধা দিতে মাঝেমধ্যেই নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকে ব্যাংক। সম্প্রতি এই ব্যাংকের তরফে তেমনি একটি নতুন পদক্ষেপ নেওয়া হল। আপনারও যদি এই ব্যাংকে একাউন্ট থাকে তো আজকের প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক গ্রাহকদের কি সুবিধা দিচ্ছে বন্ধন ব্যাংক।
Bandhan Bank Legacy Savings Account
বন্ধন ব্যাংকের ছিল ১০ম প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষেই গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা ঘোষণা করল এই ব্যাংক। যে সকল গ্রাহকরা উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এক নতুন ধরনের অ্যাকাউন্ট চালু হচ্ছে। এই ব্যাংকের তরফে চালু করা হলো বিশেষ ধরনের লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট (Legacy Savings Account). এই অ্যাকাউন্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন জেনে নেওয়া যাক।
এই অ্যাকাউন্ট থাকার কী কী সুবিধা
ব্যাংক গ্রাহকদের জন্য যে লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট (Legacy Savings Account) চালু করেছে, এই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড। আপনার কাছে যদি এই কার্ড থাকে, তাহলে তার মাধ্যমে দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে সঙ্গী সহ প্রবেশের সুবিধা পাবেন, তাজ এপিকিউর মেম্বারশিপ পাবেন, আর তার সঙ্গে ফ্রি সিনেমা ও ইভেন্টের টিকিট পাচ্ছেন।
শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগও পাবেন। এর পাশাপশি, গ্রাহকরা ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার, তাঁদের লকার ভাড়ায় আজীবন ছাড় ও ভ্রমণ, এবং তাঁদের চিকিৎসা, শিক্ষা, আর সঙ্গে এস্টেট পরিকল্পনার জন্যও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।