‘বন্ধু’ মোদির ডাকে সাড়া ! ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন

By Bangla News Dunia Dinesh

Published on:

modi putin brics 2024

Bangla News Dunia, Pallab : ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। খুব শীঘ্রই ভারতের মাটিতে পা রাখবেন পুতিন, বৃহস্পতিবার এ সংবাদ জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। স্বাভাবিকভাবেই পুতিনের ভারত সফরের খবরে খুশির হাওয়া দু’দেশেই।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

এদিন লাভারভ (Sergey Lavrov) জানান, ভ্লাদিমির পুতিন ভারতে যাবেন। সেখানে দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কের নতুন পর্বের সূচনা হবে। গত বছর অক্টোবর মাসে ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তখন দু’জন একান্তে বৈঠকও করেছিলেন। বৈঠকের সময় পুতিনকে ভারতে (India) আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। আমন্ত্রণ প্রসঙ্গে লাভারভ বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন এবং জ়েলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার জন্য অনেকবার বলেছেন নরেন্দ্র মোদি। এদিকে যুদ্ধের আবহে নমো দু’বার রাশিয়াতেও গিয়েছেন। সে কথা মাথায় রেখে লাভারভ বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফর করেছিলেন। এবার তাঁর আমন্ত্রণে সাড়া দেওয়ার পালা আমাদের।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন