বন্ধ হয়ে যাবে আমেরিকার শিক্ষা দপ্তর ! সাক্ষর ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকার শিক্ষা দপ্তর বন্ধ করার লক্ষে একটি আদেশনামা সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে এবার থেকে প্রত্যেকটি প্রদেশের হাতেই তাঁদের স্থানীয় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হবে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশাসন আর শিক্ষাখাতে কোনও ব্যয় করবে না। স্থানীয় প্রশাসনগুলিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই আদেশনামাটি সাক্ষর করে ট্রাম্প বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা বন্ধ করতে চলেছি। এই দপ্তরটি রেখে কোনও ভালো হচ্ছিল না। আমরা প্রদেশগুলির হাতেই শিক্ষার এই দায়িত্ব ফিরিয়ে দিতে চলেছি।’

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

১৯৭৯ সালে এই শিক্ষাদপ্তর নির্মানের মাধ্যমে আমেরিকার শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীয় প্রশাসনের আওতায় আনা হয়েছিল। এবার সেই দপ্তর বন্ধ করার সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। যদিও মার্কিন কংগ্রেস বা আইনসভার অনুমোদন ছাড়া এই দপ্তরটি ট্রাম্প বন্ধ করতে পারবেন না।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই আদশনামায় সাক্ষরের ফলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের বেতন এবং অন্যান্য খাতে বরাদ্দ ব্যয় বন্ধ হয়ে যাবে। নিজের নির্বাচনী প্রচারেও এই দপ্তরটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই লক্ষেই আদেশনামা সাক্ষর করলেন তিনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন