ববির বাড়িতে অভিষেক ! কোন অংকে বদলে গেল সমীকরণ ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- তৃণমূল শিবিরের (TMC) অন্দরে কান পাতলে শোনা যায়, অভিষেক এবং ফিরদাহের সম্পর্ক নাকি ভালো নয়। তাঁরা একে অপরকে পচ্ছন্দ করেন না। এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে ফিরহাদ ও অভিষেক ধরা দিলেন একফ্রেমে! এই অসম্ভবকে সম্ভব করল খুশির ইদ (Eid 2025)। সোমবার পুরমন্ত্রীর বাড়িতে দেখা গেল ‘সেনাপতিকে।’ ইদের সেলিব্রেশনে দু’জনে হাসিমুখে ছবিও তুললেন।

আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক

গতকাল সন্ধ্যেতে ইদ উপলক্ষ্যে থেকে ববির বাড়িতে ছিল এলাহি আয়োজন। সেখানেই দেখা মিলল অভিষেকের (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন সুব্রত বকশিও (Subrata Bakshi)। সকলের সঙ্গে মিলে খাওয়া-দাওয়া সেরে ফিরহাদের (Firhad Hakim) সঙ্গে ছবিও তোলেন অভিষেক।

আরও পড়ুন:- এই গাছ বিক্রি করে বছরে ৬০ লাখ উপার্জন ! কেন এত দাম ? জেনে নিন

উল্লেখ্য, কলকাতা পুরসভার পারফরমেন্সে খুশি নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বহুবার মুখ খুলেছেন ‘সেনাপতি।’ এমনকি, মেয়রের একান্ত সচিবের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছিল। ঠিক সেই সময় সামনে আসে অভিষেক-ববির সম্পর্ক ভালো নয়। এছাড়াও নবীন-প্রবীন দ্বন্দ্ব তো ছিলই। এই আবহে ফিরহাদের বাড়িতে অভিষেকের যাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জল্পনা থাকলেও এই দু’য়ের মধ্যে সখ্যতা দেখে আরও একটা কথা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে তা হল, বছর ঘুরলেই বিধানসভা (Bidhan Sabha Election 2026)। তার আগে ‘আমরা একসঙ্গে আছি, আমাদের মধ্যে কোনও বিরোধ নেই’ এই বার্তাই দিতে চাইছে তৃণমূল শিবির।

আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন