বয়স্ক , বিধবা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি ,জয় জোহার প্রকল্পের স্ট্যাটাস দেখুন – নতুন পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি দুয়ারে সরকার ক্যাম্পে বা নিকটবর্তী BDO/SDO অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভায় বয়স্ক ভাতা / বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, জয় জোহর, তপশিলি বন্ধু, পুরোহিত ভাতা, মৎসজীবী এবং অন্যান্য সামাজিক কল্যাণ মূলক প্রকল্পে আবেদন করেছেন? কিন্তু বুঝতে পারছেন না আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে নাকি বাতিল? নাকি এখনো আবেদন পেন্ডিং এ রয়েছে। তা সহজেই দেখতে পারবেন এখন অনলাইনে মোবাইল ফোন দিয়েই।

আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO

এছাড়াও প্রকল্পের/ভাতার টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে? তাহলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে? আজকের এই প্রতিবেদনটি থেকে আপনি সমস্ত কিছুই জানতে পারবেন। আজকের প্রতিবেদনে আপনাকে ধাপে ধাপে জানানো হয়েছে, কিভাবে আপনি আধার কার্ড নাম্বার অথবা রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে আবেদনের স্ট্যাটাস (Status) চেক করতে পারবেন। এছাড়াও আবেদন এপ্রুভ হলে, কোন মাস থেকে টাকা পাচ্ছেন? তা বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ সরকারের বয়স্ক ভাতা / প্রতিবন্ধী ভাতা / বিধবা ভাতা / জয় জোহার / তপশিলি বন্ধু / পুরোহিত ভাতা ইত্যাদি স্কিমের আবেদনের স্ট্যাটাস চেক পদ্ধতি দেখুন –

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Track Application এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে স্কিমে লিস্টে ক্লিক করুন। এরপর কোন প্রকল্পের অর্থাৎ ভাতার আবেদনের স্থিতি যাচাই করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।

৪) এরপর আধার কার্ড / রেজিস্ট্রার মোবাইল নাম্বার / Beneficiary Id – যে কোনো একটি উল্লেখ করুন।

৫) এরপর সেই নাম্বারটি উল্লেখ করে, ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৬) আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে, এখন দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে, নাকি পেন্ডিং রয়েছে। এছাড়াও দেখতে পারবেন, কত কিস্তির টাকা পেয়েছেন, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইত্যাদি সমস্ত তথ্য।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন