বরফ গোলতেই ভারত – চীন সীমান্ত উত্তপ্ত করছে চীন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- চীন এমন এক দেশ যাকে বোঝা বড় দায় , কারণ যেই দেশে নকল করাকে কোনো অপরাধ বা লজ্জার চোখে দেখেনা সেখানে মানুষের বিবেকের উপর বিশ্বাস করা যায় না। চীন নকল করাকে খারাপ বলে মনে করে না। এরই ফল স্বরূপ চীনের কোম্পানি গুলি নিজের কোনো পণ্য উৎপাদন না করে বিদেশের পণ্যের নকল বানিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে।

এবার এই চীন ভারতের করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত চীন সীমান্ত উৎতপ্ত করতে চাইছে। সবে মাত্র গরমের কারণে সীমান্তে জমে থাকা বরফ গলতে শুরু করেছে এরই মধ্যে অরুণাচল প্রদেশে নিজের কর্মকান্ডের জেরে সীমান্ত উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন :- চিন্তায় বিশেষজ্ঞরা , দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে !

চীন অরুণাচল এলাকায় ভারত ও চীন সীমান্তে এক বিরাট হাইওয়ে বানাচ্ছে। এই হাইওয়ে অরুণাচল এলাকায় বড় বিপদ দিকে আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আর চীনের এই কর্মকান্ডের উপর কড়া নজর রেখেছে নয়াদিল্লি। চীন বরাবরই অরুণাচল প্রদেশের উপর নজর রেখেছে। চীন দাবি করে যে অরুণাচল প্রদেশ চীনের অংশ।

property banner

এই দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লাদাখে ভারত ও চীনের মধ্যে যে সঙ্কটজনক অবস্থা রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন যে লাদাখের প্যাংগং হ্রদের কাছে হট স্প্রিং এলাকায় চীনের ফৌজ রুট মার্চ শুরু করেছে। তিনি বলেন চীন LAC -র ১০০ কিলোমিটার এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের সাথে চীনের সম্পর্ক আরো খারাপ হতে পারে।

আর এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখাচ্ছে না নয়াদিল্লি। কিছুদিন আগেই চীন করোনা যুদ্ধে ভারতকে সাহায্যের নামে টাকা নিয়ে নিম্মমানের মেডিকেল উপাদান প্রদান করেছে। এছাড়া ভারতে রপ্তানি করা ভেন্টিলেটরের দাম কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। এর ফলে চীনের উপর ক্ষুদ্ধ ভারত। যার ফলেই ভারত ও চীনের সম্পর্কে চিড় ধরেছে।

আরো পড়ুন :- পাকিস্তানের পর এবার আফগানিস্থানের উপর চীনের নজর , চিন্তায় ভারত

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এবার BBC ও Global Times – এর আদলে বিশ্ব দরবারে আসছে ভারতের সরকারি মিডিয়া !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন