বর্তমানে পৃথিবীতে কয়টি হিন্দু রাষ্ট্র রয়েছে ? জনসংখ্যার ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে তারা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bangladesh hindu

Bangla News Dunia, Pallab : হিন্দুধর্ম সংখ্যার দিক থেকে তৃতীয়। খ্রিস্টান ও ইসলাম ধর্মের ঠিক পরেই। এই সংখ্যা বিচার করলে 135 কোটির কাছাকাছি। পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীর মানুষ মোট জনসংখ্যার 15 থেকে 16 শতাংশ প্রতিনিধিত্ব করেন।

হিন্দুধর্মের মধ্যেও আবার চারটে প্রধান সম্প্রদায় হলো বৈষ্ণববাদ, শৈববাদ, শক্তিবাদ ও স্মার্তবাদ।

যাঁরা বিষ্ণুর উপাসক, তাঁদেরকে বৈষ্ণব বলা হয়। যাঁরা দেবতা হিসাবে শিবের মান্যতা দেন, তাঁদের বলা হয় শৈব। তাঁরা একমাত্র শিবকেই উপাসনা করেন। যাঁরা একমাত্র মায়ের ভক্ত এবং মায়ের উপাসনা ছাড়া আর কাউকেই গুরুত্ব দেন না, তাঁরা শাক্ত। মা কালীকেই সাধারণত শক্তির দেবী বলা হয়। আর, যাঁরা পরাম্পরায় বেদ, উপনিষদ এবং পুরাণকেই বরাবর অনুসরণ করে আসছেন, তাঁদেরকে স্মার্তবাদী বলা হয়েছে এবং এই মতবাদকে স্মার্তবাদ বলা হয়।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

তার মধ্যে বৈষ্ণব সম্প্রদায়ের জনসংখ্যাই সর্বাধিক। এই হিন্দুধর্ম মূলতঃ ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ – পূর্ব এশিয়াতেই সবচেয়ে বেশি। অধঃক্রমে হিন্দুদের সংখ্যা হিসাবে সাজালে হবে যথাক্রমে : ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া (বিশেষতঃ বালি যেখানে 84% ই হিন্দু।), পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,যুক্তরাজ্য, মায়ানমার (পূর্বের নাম ব্রহ্মদেশ), কানাডা, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, সুরিনাম, ক্যারিবিয়ান (ওয়েস্ট ইন্ডিজ), অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি।

হিন্দুধর্ম শেখায় অহিংসা ধৈর্য্য, সহনশীলতা, আত্মসংযম, পুণ্য এবং সহানুভূতি। হিন্দু গ্রন্থগুলি প্রধানতঃ দুই ভাগে বিভক্ত : শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি শব্দের অর্থ শোনা এবং স্মৃতি শব্দের অর্থ স্মরণ করা।

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

হিন্দু জনসংখ্যার দিক থেকে প্রথম দশটি দেশের নাম নিচে দেওয়া হল। (2020 সালের হিসাব অনুসারে)

  1. ভারতবর্ষ : 109,37,78,000 (মোট জনসংখ্যার 79.8%)।
  2. নেপাল : 2,86,00,000 (80.6%)।
  3. বাংলাদেশ : 1,37,90,000 (8.2%)।
  4. ইন্দোনেশিয়া : 42,10,000 (একমাত্র বালি দ্বীপেই হিন্দুরা জনসংখ্যার 84%)।
  5. পাকিস্তান : 39,90,000 (অল্প কিছু বাদ দিলে সবটাই ইসলাম ধর্মাবলম্বীর অন্তর্গত)।
  6. শ্রীলঙ্কা : 30, 90,000
  7. মার্কিন যুক্তরাষ্ট্র : 25,10,000
  8. মালয়েশিয়া : 19,40,000
  9. যুক্তরাজ্য : 10,30,000
  10. মায়ানমার (ব্রহ্মদেশ, যা পূর্বে ব্রহ্মের তথা সৃষ্টিকর্তার দেশ হিসাবে পরিগণিত হত।) : 8,90,000 ।

তাছাড়া, মরিশাসের জনসংখ্যার 48.4% ই হিন্দু।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন