Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বর্ষা কালে বাড়ির স্যাঁতস্যাঁতে আনাগোনা বাড়ে কেন্নোর। আর্দ্র স্থানে অধিক দেখা যায় হাজার পা বিশিষ্ট পোকাটিকে। বাগানে ছোটখাটো স্থানে কেন্নো নিজের আস্তানা গেড়ে থাকে। তবে মাঝেমধ্যে বাড়ির দরজা, জানালা বা বেসমেন্টে স্যাঁতস্যাঁতে স্থানে এদের দেখা যায়। যা অনেকের জন্য অস্বতির কারণ।
কী ভাবে কেন্নো তাড়াবেন ——-
১. এগুলিকে ঝাঁটার সাহায্যেই দূর করতে পারেন। তবে পা দিয়ে এদের চাপা দেবেন না, কারণ দুর্গন্ধ বেরোতে পারে। ঝাঁটার সাহায্যে এটিকে ডাস্টপ্যানে তুলে সাবান জলে ছেড়ে দিন। আবার ভ্যাকয়ুম ক্লিনারের সাহায্যেও এদের পরিষ্কার করে ফেলতে পারেন।
২. বোরিক অ্যাসিডে এদের শরীর কেটে যায় এবং ধীরে ধীরে ডিহাইড্রেট হয়ে এরা মারা যায়। শুধু তাই নয় বোরিক অ্যাসিড কেন্নোর হজম প্রক্রিয়া নষ্ট করে দেয়। ডায়াটোমেসিয়াস আর্থ পাওডারের তুলনায় দ্রুত কাজ করে বোরিক অ্যাসিড। তবে বাচ্চা বা পোষা জীব থাকলে বোরিক অ্যাসিড ব্যবহার করবেন না।
৩. টি ট্রি অয়েল, পেপারমিন্ট অয়েলের সাহায্যে কেন্নোকে দূরে রাখা যায়। তবে জলের সঙ্গে মিশিয়ে এই তেলগুলি ব্যবহার করা উচিত। ঘরের সীমানা, দরজার ফাঁকের মধ্যে, বাড়িতে কোনও গাছ থাকলে তার মাটিতে, বাগানের ফেন্সের তলায় বা এমন কোনও স্থান যেখানে কেন্নো থাকার সম্ভাবনা রয়েছে সেখানে অয়েল ছড়িয়ে দিতে পারেন।
৪. কেয়েন মরিচ কেন্নোর পাশাপাশি অন্যান্য পোকামাকড় দূর করতেও এটি ব্যবহার করা যায়। শুকনো লাল লঙ্কার মতো দেখতে এই মরিচ গুলি গোটা কিনে এনে বাড়িতেই গুঁড়ো করে ফেলতে পারেন। যেখানে কেন্নোর আনাগোনা থাকে, সেখানে এটি ছড়িয়ে দিন।
কেন্নো তাড়ানো উপায়গুলি কাজে লাগাতে পারেন। তবে তার চেয়েও বেশি জরুরি কেন্নো যাতে পুনরায় ফিরে আসতে না-পারে তার বন্দোবস্ত করা। আর্দ্রতার প্রতি আকৃষ্ট হয়েই কেন্নো আসে। তাই বাড়ি যত আর্দ্রতা মুক্ত থাকবে, ততই কেন্নো আসার সম্ভাবনাও কমবে। রান্নাঘর হোক বা বাথরুম— অতিরিক্ত আর্দ্রতা মুছে পরিষ্কার করে নিন। জল জমে স্যাঁতস্যাঁতে না-হয়ে উঠতে পারে।
বাগান ও বাড়ির আনাচকানাচ পরিষ্কার করুন। নোংরা ও আবর্জনা জমলে তা শীঘ্র পরিষ্কার করে নিন। বাড়িতে কোথাও ভাঙাচোড়া কিছু থাকলে তা সারিয়ে নিতে হবে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “