বর্ষায় ছাদ, দেওয়াল ড্যাম্প হওয়া থেকে আটকাবেন কীভাবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষা মানেই একটানা বৃষ্টি। এই সময় ছাদ ও দেওয়ালের সমস্যা বাড়ে। জল জমে ছাদে ফুটো হয়ে যায়, দেওয়ালের রং খসে পড়ে, প্লাস্টার গলতে শুরু করে। এর কারণ ড্যাম্প বা আর্দ্রতা। তবে সময়মতো ব্যবস্থা নিলে বর্ষার জল থেকে বাড়িকে বাঁচানো সম্ভব। চলুন জেনে নিই, বর্ষার মরসুমে কীভাবে ছাদ ও দেওয়ালকে ড্যাম্প ফ্রি রাখা যায়।

১. ছাদে সঠিক ওয়াটারপ্রুফিং করান
ছাদে ওয়াটারপ্রুফ কোটিং না থাকলে জল ঢুকবেই। তাই সময় থাকতে ছাদে একটি ভালো মানের ওয়াটারপ্রুফিং করিয়ে নিন। বর্তমানে বাজারে PU বা অ্যাক্রিলিক বেসড ওয়াটারপ্রুফ কোটিং পাওয়া যায়, যা বর্ষার জল আটকাতে কার্যকর।

২. ছাদের নিকাশি (ড্রেনেজ) সিস্টেম ঠিক আছে?
অনেক সময় দেখা যায়, ছাদে জল জমে থাকে, কারণ ড্রেনেজ পাইপে ময়লা জমে গেছে বা পাইপ ব্লক। এই জমা জল থেকেই ছাদে ড্যাম্প তৈরি হয়। বর্ষা শুরুর আগে ছাদের নিকাশি ব্যবস্থা পরীক্ষা করে পরিষ্কার করে নিন।

৩. দেওয়ালে ফাটল দেখলেই মেরামত করুন
দেওয়ালে ছোট ছোট ফাটল বা চিড় দেখা দিলে সঙ্গে সঙ্গে সেগুলি সারিয়ে ফেলুন। এই ফাটল দিয়েই বর্ষায় জল ঢুকে পড়ে, আর সেখান থেকেই বাড়ে ড্যাম্প ও ছত্রাক। ফাটল ভরার জন্য বিশেষ ক্র্যাক ফিলার ব্যবহার করতে পারেন।

৪. দেওয়ালে ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করুন
সাধারণ রং দিয়ে দেওয়াল রাঙালে বর্ষায় সেই রং টিকবে না। তাই ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করুন। বর্তমানে অনেক ব্র্যান্ডেই ড্যাম্প রেজিস্ট্যান্ট রং পাওয়া যাচ্ছে, যা জল ঢুকতে দেয় না এবং দীর্ঘদিন টিকে থাকে।

৫. বাথরুম বা রান্নাঘরের পাশের দেওয়ালে নজর দিন
এই জায়গাগুলোতেই ড্যাম্প হওয়ার প্রবণতা বেশি থাকে, কারণ ভেতরের আর্দ্রতা। তাই এ জায়গায় বিশেষ অ্যান্টি-ড্যাম্প কোটিং ব্যবহার করা উচিত।

৬. ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন
ঘরের ভেতরের বাতাস চলাচল না হলে দেওয়ালে স্যাঁতসেঁতে ভাব বাড়ে। তাই জানলা-দরজা খুলে রাখতে হবে নিয়মিত। এক্সহস্ট ফ্যান থাকলে তা চালু রাখুন রান্নাঘর বা বাথরুমে।

মনে রাখবেন
বর্ষায় ছাদ বা দেওয়ালের ড্যাম্প হওয়া কোনও ছোট সমস্যা নয়। একে অবহেলা করলে ভবিষ্যতে ঘরের কাঠামোগত ক্ষতি হতে পারে। বর্ষার আগেই সঠিক প্রস্তুতি নিয়ে ফেলুন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। একটু যত্নেই আপনার বাড়ি থাকবে নিরাপদ ও শুকনো।

আরও পড়ুন:- রাজ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কার, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

আরও পড়ুন:- বৃদ্ধ বাবা-মা কে দেখাশোনার জন্য সরকারি কর্মীদের নতুন ছুটি ঘোষণা। কতদিন ছুটি পাবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন