বলিউডের প্রাঙ্কমাস্টার এই অভিনেতারা, এদের কীর্তি জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্যালেন্ডারের পাতায় এই দিনটা আসলে অনেকেই বেশ ভয়ে ভয়ে থাকেন ৷ চেনা মানুষের কথায় বিশ্বাস করবে কি করবে না, তা নিয়ে থাকতে হয় ধন্দে ৷ আফটার অল বোকা বানানোর দিন বা এপ্রিল ফুল ডে বলে কথা ৷ তবে বিনোদন জগতে এমন অনেক তারকা আছেন যাঁদের বিশেষ এই দিনের প্রয়োজন হয় না ৷ বরং, তাঁরা শুটিং সেট থেকে অন্য যে কোনও জায়গায়, যে কোনও সময়ে সহকর্মীদের লেগপুল করতে বা বোকা বানাতে সিদ্ধহস্ত ৷ অক্ষয় কুমারের নাম অনেকেই জানেন ৷ আর কারা রয়েছেন সেই তালিকায় ?

আমির খান– করিশ্মা কাপুর, রবিনা ট্যান্ডন ও ফাতিমা সানা শেখ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা কমন বিষয় কি জানেন ? কারণ এদের প্রত্যেকেই বোকা বানিয়েছেন আমির খান ৷ শোনা যায়, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সেটে আমির খান রবিনা ট্যান্ডনের দিকে আচমকাই একটি কাপ ছোঁড়েন ৷ সেটা দেখে চিৎকার করে উঠেছিলেন অভিনেত্রী ৷ তিনি ভেবেছিলেন গরম জলের কাপ ছুঁড়েছেন আমির ৷ এইভাবে শুটিংয়ে সহ-অভিনেত্রীদের সঙ্গে মজা করেন আমির ৷

আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক

অভিষেক বচ্চন– দেখতে শান্তশিষ্ট হলে কী হবে পেটে পেটে ভীষণ দুষ্টুমি বুদ্ধি রাখেন অমিতাভ পুত্র ৷ এক সাক্ষাৎকারে ফারহা খান জানিয়েছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ (2014) ছবির শুটিংয়ের সময় পরিচালক ফারহাকে দুষ্টুমিতে ভরা মেসেজ পাঠাতেন জুনিয়র বচ্চন ৷ শোনা যায়, ‘শরারত’ (2002) ছবির সেটে কাউকে না জানিয়ে অভিষেক ভাং মেশানো দুধ দিয়েছিলেন সকলকে ৷ এমনকী, তালিকা থেকে বাদ পড়েননি ঐশ্বর্য রাই বচ্চনও ৷ হোটেল রুমে ঢোকার জায়গায় ছেলেদের বাথরুমে ঢুকে পড়েছিলেন অ্যাশ ৷ নেপথ্যে স্বামী অভিষেক ৷

অক্ষয় কুমার– এই অভিনেতার নামে অভিনেত্রীদের লাখো লাখো অভিযোগ রয়েছে ৷ সেটে সোনাক্ষী সিনহাকে ইচ্ছা করে কাঁচা রসুন খাওয়ানো হোক অন্য কিছু সহকর্মী থেকে অভিনেত্রী, সেটে আক্কির সঙ্গে থাকা মানে সতর্ক থাকা ৷ জানা যায়, ‘এলএলবি 2’ শুটিংয়ে হুমা কুরেশি অক্ষয়ের প্রাঙ্কের জালে পড়েন ৷ তিনি নাকি হুমা কুরেশির ফোন লুকিয়ে নিয়ে নেন ৷ এরপর একাধিক বলিউডের অভিনেতাকে বিয়ের প্রস্তাব পাঠান হুমার ফোন থেকে ৷ এই ঘটনায় ভীষণ লজ্জা ও অস্বস্তিতে পড়েন হুমা ৷ তিনি নতুন করে পুরো ঘটনা জানিয়ে সেই সকল তারকাদের মেসেজ করেন ৷ 2015 সালে ‘ব্রাদার্স’ ছবির সেটে সিদ্ধার্থ মালহোত্রার ফোন নিয়ে এক অচেনা নম্বরে ‘আই লাভ ইউ’ লিখে পাঠিয়ে দেন ৷ এমন একাধিক উদাহরণ রয়েছে অক্ষয় কুমারের ৷

অজয় দেবগণ– এমনিতে কম কথা বলেন ৷ হাসেনও কম ৷ কিন্তু পিছনে লাগার ক্ষেত্রে তিনি মাস্টার ৷ নানা সময়ে অজয়ের সহ কর্মীরা অভিযোগ করেছেন, সেটে শান্তিতে থাকতে দেন না অজয় ৷ ভূতের ভয় থেকে শুরু করে আরও কত রকমের দুষ্টুমি বুদ্ধি আঁটেন তিনি যাতে অতিষ্ট হয়ে পড়েন তাঁর সহকর্মীরা ৷ শোনা যায়, 2014 সালে ‘সিংঘম রিটার্নস’ ছবির সেটে অজয় ও পরিচালক রোহিত শেঠ্ঠী সকলকে জানিয়েছিলেন তাঁরা যে জায়গায় শুটিং করছেন সেটা ‘হন্টেড’ অর্থাৎ ভূতুড়ে ৷

সুনীল শেঠ্ঠি– বলিউড তারকা সুনীলও রয়েছেন প্রাঙ্কমাস্টারের তালিকায় ৷ তাঁর দুষ্টুমিতে হেসে লুটোপুটি যান সকলে ৷ আবার চমকেও যান ৷ 2014 সালে ‘দেশী কাঁটে’ ছবির সেটে তিনি নাকি চিত্রনাট্যকারের উপর ভীষণ চিৎকার করেন ৷ আরও ভালো সংলাপ ও চিত্রনাট্য আরও ভালো করার জন্য জোর দিতে থাকেন ৷ এই ঘটনায় সেটে সকলে চমকে যান ৷ পরে সুনীল চিত্রনাট্যকারকে জড়িয়ে ধরেন আর জানান তিনি মজা করছিলেন ৷

আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন