Bangla News Dunia, দীনেশ :- পূর্বাভাস মতোই বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। তবে সোমবার থেকে আবহাওয়ার (West Bengal Weather Update) পরিবর্তনের ইঙ্গিত বঙ্গে। রাজ্যের আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?।
গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় কম-বেশি বৃষ্টি (Rain) হয়েছে। গতকালও হালকা বৃষ্টি হয়েছে বেশ কয়েক জায়গায়। তবে বৃষ্টির সম্ভাবনা এখন কার্যত নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?
উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না। সপ্তাহান্তে ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?
এদিন থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন থেকে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। হালকা গরম অনুভূত হবে।
আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও