Bangla News Dunia, Pallab : ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ভারত (India-UK free trade deal)। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (Keir Starmer)। দীর্ঘ আলোচনার পরে গত ৬ মে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মোদি-স্টারমার। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !
সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে স্টারমার লিখেছেন, ‘ভারতের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি হল। এর ফলে ব্রিটেনে চাকরি, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি হবে। এই চুক্তির ফলে হাজার হাজার ব্রিটিশ কর্মসংস্থান তৈরি হবে। ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হবে।’
A landmark deal with India means jobs, investment and growth here in the UK.
It creates thousands of British jobs, unlocks new opportunities for businesses and puts money in the pockets of working people.
That’s our Plan for Change in action. https://t.co/fU9Nx98Wht
— Keir Starmer (@Keir_Starmer) July 24, 2025
বিস্তারিত আসছে…