বাংলাদেশের (Bangladesh) পরবর্তী সাধারণ নির্বাচনে (Bangladesh General Election) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে ভোট দেওয়ার অধিকার বাতিল করা হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। কারণ তাঁদের জাতীয় পরিচয়পত্র বা NID লক করে রাখা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় (Dhaka) বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যেসব বাংলাদেশি নাগরিকের NID লক করা আছে, তাঁরা দেশের বাইরে থেকে নতুন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার পাবেন না।হাসিনার ভোট দেওয়ার প্রসঙ্গে জানানো হয়, ওঁনার NID লক আছে। তাই উনিও এই নিয়মের আওতায় পড়বেন। বাংলাদেশ কমিশন এও জানিয়েছে, মামলা এড়াতে বা অন্য কোনও কারণে বাংলাদেশ থেকে অন্যত্র যেসব বাংলাদেশি বিদেশে আছেন, তাঁরা সকলেই ভোট দিতে পারবেন। তবে তাঁদের NID লক থাকলে চলবে না।
গত এপ্রিলেই বাংলাদেশের নির্বাচন কমিশনের NID শাখার প্রধান হুমায়ুন কবীরের নির্দেশে হাসিনা এবং তাঁর পরিবারের ১০ সদস্যের NID বাতিল করা হয়েছিল। স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা। যে ১০ জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক।