Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশে (Bangladesh) নতুন রাজনৈতিক দলের পর এবার নতুন ছাত্র সংগঠন (Student Union) তৈরি হতে চলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কদের উদ্যোগে তৈরি এই ছাত্র সংগঠনের সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’। জানা গিয়েছে, আত্মপ্রকাশের দিনই কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫১ সদস্যের কমিটির ঘোষণা করা হতে পারে।
আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?
হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে এক ছাত্র সংগঠন তৈরি করা হয়েছিল ২০২৩ সালে। কোটা সংস্কার আন্দোলনে তারা বড় ভূমিকা নেয়। পরে ওই সংগঠন বিলুপ্ত হয়ে যায়। নতুন ছাত্র সংগঠনে তাঁরা থাকছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই সংগঠনের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ছাত্র–জনতার আন্দোলনের সময় ছাত্রলিগ থেকে পদত্যাগী এবং আওয়ামি লিগের (Awami League) শাসনকালে ছাত্রলিগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এছাড়া, ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত কেউ কেউ নতুন সংগঠনে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে। নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের সংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কোনও সম্পর্ক থাকবে না। বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তারও সরাসরি কোনও যোগ থাকবে না বলেও জানানো হয়েছে।
আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?
আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও