Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, তা অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা হাতে নেবে সেনাবাহিনী। সম্প্রতি এমনটাই আভাস দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরই মাঝে এবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) জানিয়ে দিলেন, চলতি বছরের শেষের দিকে নির্বাচন (Election) আয়োজন করতে চলেছে অন্তর্বর্তী সরকার।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করেন জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন। সেখানেই ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানান ইউনূস। জার্মানি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বৈঠক করেন তাঁরা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান বলেও জানান ইউনূস। আলোচনা চলাকালীন প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশের গঠনের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’ এরপরই জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করেন ইউনূস। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই।’
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলেই তিনি জানিয়েছেন আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। এদিকে নির্বাচন কবে হবে তা স্পষ্ট না হওয়ায় দিনদিন আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে বাংলাদেশের। অত্যাচারিত হচ্ছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরা। এদিকে, বাংলাদেশে নির্বাচনের আয়োজন নিয়ে বিভিন্ন দলগুলির মধ্যেও দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করছে দ্রুত নির্বাচনের জন্য। আবার বৈষম্যবিরোধী ছাত্ররাও নতুন রাজনৈতিক দল আনছে। এই পরিস্থিতিতে খানিকটা চাপে পড়েই এবার নির্বাচনের বিষয়টি স্পষ্ট করলেন ইউনূস বলে মনে করা হচ্ছে।