Bangla News Dunia, দীনেশ : বাংলাদেশে একাধিক রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিল ভারত। এই প্রকল্পে বরাদ্দ ছিল প্রায় ৫ হাজার কোটি টাকা। ফলে থমকে গেল আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগের কাজও। শেখ হাসিনার সময়কালে শুরু হয়েছিল এই রেলপথ নির্মাণের কাজ। হাসিনার দেশ ছাড়ার পর ইউনূসের শাসনকালে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ভালোভাবে নেয়নি দিল্লি। এই টালমাটাল পরিস্থিতির জেরেই এহেন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার বলে খবর।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
২০২৩ সালের নভেম্বরে ভার্চুয়াল মাধ্যমে আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্প সহ একাধিক কাজের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। অন্যান্য রেল প্রকল্পগুলির মধ্যে ছিল খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২-সহ আরও বেশ কিছু রেল প্রকল্প। যৌথভাবে সেই কাজগুলি করছিল ভারত-বাংলাদেশ। গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশে ছাত্র-জনতার ‘গণ অভ্যুত্থানে’ দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এরপরই বাংলাদেশে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখেই আপাতত এই রেল প্রকল্পগুলোর কাজ স্থগিত করে দিয়েছে দিল্লি।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
ভারত সরকারের এই সিদ্ধান্তে থমকে গিয়েছে আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের কাজ। বন্ধের মুখে খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্পও। এই প্রকল্পগুলোতে বরাদ্দ করা হয়েছিল প্রায় ৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৭টি রেলপ্রকল্পের নির্মাণকাজ।
২০১৮ সালে হাসিনার শাসনকালে অনুমোদন মিলেছিল খুলনা-দর্শনা যুগ্ম লাইন রেল প্রকল্প এবং সিরাজগঞ্জ-বগুড়া মিশ্র গেজ লাইন প্রকল্পের। দুই প্রকল্পেই ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা আসেনি বলে অভিযোগ তুলেছ ঢাকা। ফলে সেই কাজ শুরু করা যায়নি।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন
অন্যদিকে, ভারতীয় কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের আওতায় ১.৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণে বাংলাদেশের খুলনা বিভাগের রামপালে একটি ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে ভারত। ফলে দিল্লির এই সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ।