‘বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না’, রাষ্ট্রপুঞ্জে দাবি ইউনূসের, বিক্ষোভ বাংলাদেশিদের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ (Bangladesh) আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র সংকটের মুখে পড়বে না। রাষ্টপুঞ্জের (UN) ৮০তম সাধারণ সভায় বক্তৃতায় এমনটাই বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জে ইউনূস বলেন, ‘স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের কাজ চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।’ দলমত নির্বিশেষে, ঐক্যমতের ভিত্তিতে দেশের গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ চলছে। ইউনূসের মন্তব্য ‘আত্মত্যাগের মাধ্যমে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে যুবসমাজ স্বৈরাচারকে পরাস্ত করেছিল।’

এদিকে শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বক্তৃতা দিচ্ছেন ইউনূস, তখন বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের ৫ অগাস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন। সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন