Bangla News Dunia, Pallab : আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাত চলছে ভারতের। এর মাঝেই বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে (India-Bangladesh) স্থলপথে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মোদি সরকার। মূলত, পাট এবং পাটজাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো
কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এবিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, পাট (Jute) এবং পাটজাতীয় দড়ি, বস্তা, ব্যাগ, ব্লিচ করা বা ব্লিচ না করা অবস্থায় থাকা চটে বোনা কাপড় সহ একাধিক পণ্য স্থলপথে ভারতে প্রবেশ করতে পারবে না। কেবল মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে নবসেবা সমুদ্রবন্দর দিয়ে এই ধরনের পণ্য প্রবেশের অনুমতি মিলবে।
এর আগেই বেশকিছু বাংলাদেশি পণ্য ভারতে স্থলপথে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। গত এপ্রিলে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। পরে মে মাসে বেশকিছু বাংলাদেশি পণ্য ভারতে স্থলপথে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ডিজিএফটি জানিয়েছিল, বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার সহ একাধিক জিনিস স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ককেন্দ্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বলবৎ করা হয়। পরে জুনে আরও কয়েকটি বাংলাদেশি পণ্যের উপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়। বলা হয়, বাংলাদেশের পাট বা শণের তৈরি কোনও পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না। সেই তালিকাই আরও দীর্ঘ করা হল।