টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন সমস্যা তৈরি হয়েছে। এবার বাংলাদেশ ভারতীয় আইসিসি সদস্যকে ভিসা দেওয়া থেকে বিরত থাকলেন দিনের পর দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিন টি- টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি আলোচনার জন্য দুই সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল বাংলাদেশে, কিন্তু ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় ঢাকায় যেতে পারল না।
শনিবার ঢাকায় পৌঁছেছেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি একাই এসেছেন, ওনার সঙ্গে ভারতীয় সদস্য আসার কথা থাকলেও ভিসা না পাওয়ায় আসতে পারেননি।
মূলত এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থান থেকে নড়েনি এবং বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার পছন্দ করেছে বিসিবি।
প্রসঙ্গত, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাতিলের নির্দেশ দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরপরই সেদেশের সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরই নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের টিম আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে আসবেনা। এনিয়ে চিঠিও দেয় আইসিসিকে। তবে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের কোনো কিছু বদলানোর সুযোগ নেই ভারতে এসেই খেলতে হবে।
উল্লেখযোগ্যভাবে , বাংলাদেশের একাংশের মনে করছেন, এবার ভিসা না দেওয়াও প্রতিশোধের অংশ। তবে আইসিসি বা বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি।














