Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ অবিলম্বে কার্যকর করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইনের ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্বে সংসদের উভয় কক্ষে দীর্ঘ আলোচনার পরে পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিলটি। ওই বিলটি মুসলিম বিরোধী বলে বিরোধীরা সরব হয়েছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, আমাদের সম্পত্তির নেওয়ার অধিকার কারও নেই। বাংলায় বিভাজনের রাজনীতি হবে না। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে। বাংলায় এমনটা হবে না। আজ, বুধবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি লেন, ‘সংখ্যালঘুদের বলছি, আপনাদের ওয়াকফ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের প্রপার্টি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’ তিনি আরও বলেন, ‘একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।’
এর আগেও ওয়াকফ ইস্যু উস্কে দিয়েছিলেন তৃণমূলের সর্বময়নেত্রী। সাংবাদিকদের সামনে বলেছিলেন , “দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃত ভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল। বিজেপিকে মনে রাখতে হবে, তাদের সরকারও এক সময় চলে যাবে। অন্য সরকার আসবে। তখন, লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে।”