Bangla News Dunia ,Pallab : ইন্ডিয়া জোটে তারা রয়েছে। কিন্তু, লোকসভায় কংগ্রেস, তৃণমূল ও বামেদের জোট দেখা যায়নি। সেটাই এবার সম্ভব হল সমবায় নির্বাচনকে কেন্দ্র করে। মুর্শিদাবাদের ডোমকলে একটি সমবায় নির্বাচনে আসন সমঝোতা করল কংগ্রেস, বাম, তৃণমূল। এই নিয়ে খোঁচা দিল বিজেপি।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
ডোমকলের মোক্তারপুর-বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন আটটি। এই নির্বাচনে আসন সমঝোতা করে কংগ্রেস, তৃণমূল ও বামেরা। ৫টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআইএম। ও একটি আসনে লড়ে কংগ্রেস। আসন সমঝোতার পর কোনও আসনে একের বেশি প্রার্থী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করেন কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের প্রার্থীরা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল।
মোক্তারপুর-বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক হলেন তৃণমূলের জিন্নাত আলি। সভাপতি হলেন আঞ্জুমানয়ারা বিবি। মঙ্গলবার বোর্ড গঠনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম-সহ অনেকেই।